ঢাকার প্রধান কোচ রেডফোর্ড

বিপিএল
ঢাকার প্রধান কোচ রেডফোর্ড
ঢাকা ক্যাপিটালস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। তবে দলটির প্রধান কোচ হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।

যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পোস্টের মাধ্যমে তারা তাদের প্রধান কোচের নাম অনুমান করতে বলে। যিনি কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। এমনকি কাজ করেছেন বাংলাদেশেও।

তিনি আর কেউ নন ইংলিশ কোচ টবি রেডফোর্ড। ক্রিকফ্রেঞ্জির সংবাদ প্রকাশের ঘণ্টা কয়েক পর বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। রেডফোর্ড বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ না করলেও কাজ করেছেন বিসিবির এইচপি দলের সঙ্গে।

তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির দায়িত্ব ছেড়েছিলেন তিনি। এদিকে আসন্ন বিপিএল উপলক্ষে ইতোমধ্যেই দল গোছানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকাও পিছিয়ে নেই।

ইতোমধ্যেই অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার অবশ্য পুরো মৌসুমের জন্য পাওয়া যাচ্ছে না তাকে। হেলস ছাড়াও বিদেশি হিসেবে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে উসমান খান। গত আসরে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন পাকিস্তানের উসমান। ডানহাতি ব্যাটারকে পাওয়া যেতে পারে পুরো টুর্নামেন্টেই।

বিদেশি ছাড়াও দুজন দেশি ক্রিকেটার দলে নিয়েছে ঢাকা। নিলামের আগে সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ক্রিকেটার ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগ ব্যাটার সাইফ হাসান ও পেসার তাসকিন আহমেদের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

আরো পড়ুন: বিপিএল