এনওসি পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা

ফ্র্যাঞ্চাইজি লিগ
এনওসি পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা
ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় দল ও বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিভিন্ন বিদেশি লিগে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও কদিন আগেই বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার বিষয়ে সব ধরনের এনওসি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগেই সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। ফলে পাকিস্তানের অনেক ক্রিকেটারই অংশ নিতে পারবেন আবুধাবি টি-টেন, দুবাইয়ের আইএলটি–টোয়েন্টি কিংবা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল)। বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলার কথা রয়েছে মোহাম্মদ আমিরের। ক্রিকফ্রেঞ্জিকে একটি সূত্র জানিয়েছে এই পাকিস্তানি ক্রিকেটার এরই মধ্যে বিপিএলে খেলার অনুমতি পেয়েছেন।

আমির ছাড়াও পাকিস্তানের বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেয়েছেন। ইফতিখার আহমেদ, খাজা নাফে, আসিফ আলী, সালমান ইরশাদ, মোহাম্মদ আমির, আরাফাত মিনহাস, ইরফান খান ও আজম খানের এনওসি দেয়া হয়েছে।তারা আবু ধাবি টি-টেন লিগে খেলতে পারবেন। তাদেরকে এনওসি দেয়া হয়েছে ২৫ নভেম্বর পর্যন্ত।

এর বাইরে এনওসি পেয়েছেন শাহনওয়াজ দাহানি, আব্বাস আফ্রিদি, আকিফ জাবেদ, মীর হামজা, উবায়েদ শাহ এবং জমান খানও। তারাও অংশ নিচ্ছেন টি-টেনে। এদিকে আইএল টি-টোয়েন্টি চলবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এই লিগে খেলার জন্য এনওসি পেয়েছেন ফখর জামান, নাসিম শাহ এবং উদীয়মান ব্যাটার হাসান নওয়াজ।

এবার বিগ ব্যাশে অংশ নিচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি, শাদাব খান, হারিস রউফ ও হাসান আলী। বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। এবারের বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন বাবর, ব্রিসবেন হিটে দেখা যাবে আফ্রিদিকে।

মেলবোর্ন রেনেগেডসের দলে আছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অলরাউন্ডার হাসান খান। গত আসরের মতো এবারও মেলবোর্ন স্টার্সের জার্সিতে মাঠে নামবেন গতি তারকা হারিস। সিডনি থান্ডারের হয়ে খেলবেন শাদাব খান, আর অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দেবেন পেসার হাসান আলী।

আরো পড়ুন: মোহাম্মদ আমির