দলগুলো মোট ১৭৩ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৪৯জন। আইপিএলে দশটি ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে মোট ২৩৭.৫৫ কোটি রুপি। তারা এই অর্থ নিয়ে ৭৭ ক্রিকেটার নিতে লড়বে আইপিএলের নিলামে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড সাজাতে পারবে।
নিয়ম অনুযায়ী সবচেয়ে বেশি খেলোয়াড় ধরে রেখেছে পাঞ্জাব কিংস। নিলামের আগে তাদের স্কোয়াড এখন ২১ জনের। মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স ধরে রেখেছে ২০ জন করে ক্রিকেটার। আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবির ইতিহাদ অ্যারেনায়।
নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে আছে ৬৪.৩ কোটি রুপি। সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিতে পারবে আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দলটি। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ রয়েছে চেন্নাই সুপার কিংসের। তাদের হাতে ৪৩.৪ কোটি রুপি রয়েছে। তারা নিলাম থেকে সর্বোচ্চ ৯ জন ক্রিকেটার কিনতে পারবে।
আইপিএলের নিলাম থেকে কোন দল কতজন ক্রিকেটার নিতে পারবে: