আইপিএলের শুরুর সময়েই এই দলে নিজের পরিচিতি গড়েছিলেন জাদেজা। প্রথম আসরে দলের শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সে সময় অধিনায়ক শেন ওয়ার্ন তাকে ‘রকস্টার’ তকমাও দিয়েছিলেন।
২০১১ সালে রাজস্থান ছাড়ার পর জাদেজা এক মৌসুম খেলেন কোচি টাস্কার্সের হয়ে। এরপর চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে তিনটি আইপিএল শিরোপা জেতেন। দীর্ঘ দিন পর আবার পুরোনো দলে ফেরার প্রক্রিয়া গতকাল (১৫ নভেম্বর) সম্পন্ন হয়। মনোজ জানান, পুরো চুক্তি সম্পন্ন করতে কয়েকটি চ্যালেঞ্জ ছিল।
'অক্টোবরের মাঝের দিকে জাদেজা আমার সঙ্গে যোগাযোগ করে বলে যে, সে ‘বাড়ি’ ফিরতে চাইছে, আইপিএলে যেখানে তার পথচলা শুরু হয়েছিল। গত কয়েক সপ্তাহে বেশ কিছু আলাপ হয়েছে। শেষবার যখন তাকে দেখি, তখন তার বয়স ২১; এবার তাকে অন্যরূপে চিনতে পেরেছি।'
জাদেজার পাশাপাশি স্যাম কারানকে পেয়েও উচ্ছ্বসিত মনোজ, 'এটা শুধু জাদেজার জন্য করা ট্রেড ছিল না। এটি ছিল জাদেজা এবং স্যাম কারান, দুজনকে নিয়ে পরিকল্পনা। তারা মিলে আগামী মৌসুমে আমাদের প্রয়োজনীয় কয়েকটি ভূমিকা পূরণ করতে পারবে।'
রাজস্থানে আগের অধ্যায়ে জাদেজা ২৭ ম্যাচ খেলে ৪৩০ রান করেন এবং ছয় উইকেট নেন। এবার দলটি ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহেশ থিকশানাকে ছেড়ে দিয়েছে। ট্রেডের পর তাদের হাতে এখন ১৬.০৫ কোটি রুপি বাজেট এবং স্কোয়াডে আরও ৯টি জায়গা খালি আছে।