আইপিএলে বদলে যাচ্ছে কোহলির বেঙ্গালুরুর ঘরের মাঠ

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইপিএলে বদলে যাচ্ছে কোহলির বেঙ্গালুরুর ঘরের মাঠ
গত ১৭ বছরে প্রথমবার আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত ১৭ বছরে প্রথমবার আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিয়ম অনুযায়ী পরের আসরের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে গত বছরের পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর বদলে যাচ্ছে সেই পরিকল্পনা।

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ওই দুর্ঘটনা ঘটে বেঙ্গালুরুর শিরোপাজয়ের উদযাপনের সময়। ক্রিকেটারদের দেখা ও মাঠে ঢোকার হুড়োহুড়িতে মাটিতে পড়ে যান অনেকে। ধারণক্ষমতার চেয়ে বহু গুণ দর্শক হাজির হয়েছিলেন মাঠের আশপাশে। ঘটনাটির পর পুলিশ ও আরসিবি, দুই পক্ষের ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন উঠেছিল।

‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, পরের বছর থেকে বেঙ্গালুরু নয়, পুনের গাহুনজে স্টেডিয়াম হতে পারে আরসিবির নতুন ঘরের মাঠ। পদপিষ্টের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ থাকায় আইপিএল আয়োজকেরা চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজন স্থগিত রাখতে পারে। একই কারণে মহিলাদের বিশ্বকাপের ফাইনাল ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও বেঙ্গালুরু থেকে সরিয়ে নেয়া হয়েছে।

মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পাই বলেন, 'পুনেতে আরসিবির ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে, তবে চূড়ান্ত কিছু হয়নি। কর্নাটকে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাই ওরা বিকল্প মাঠ খুঁজছে। আমরা প্রস্তাব দিয়েছি আমাদের স্টেডিয়াম ব্যবহার করার। কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা বাকি আছে, সব ঠিক থাকলে পুনেতেই হবে বেঙ্গালুরুর ম্যাচ।'

গাহুনজে স্টেডিয়ামে আইপিএল নতুন কিছু নয়। অতীতে সাহারা পুনে ওয়ারিয়র্স এখানেই নিজেদের ম্যাচ খেলেছিল। চেন্নাইয়ের জলসংকটের সময় কিছু ম্যাচও পুনেতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া অন্যান্য দলও একাধিকবার এখানে খেলেছে।

তবে সাম্প্রতিক কয়েকটি আসরে পুনেতে কোনো ম্যাচ হয়নি। এবার যদি বেঙ্গালুরু দল সেখানে নিজেদের ঘরের মাঠ বানায়, তাহলে দীর্ঘ বিরতির পর ফের আইপিএল ফিরতে পারে পুনেতে।

আরো পড়ুন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু