আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের অধিনায়ক সাকিব

ফ্র্যাঞ্চাইজি লিগ
আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের অধিনায়ক সাকিব
সাকিব আল হাসান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এবারের আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে রয়েল চ্যাম্পস দলে নিয়ে এসেছে অভিজ্ঞ এবং উদীয়মান ক্রিকেটারদের মিশ্রণ।

টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে এই বছরের ১৯ নভেম্বর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সাকিব।

তিনি বলেন, 'রয়েল চ্যাম্পসকে নেতৃত্ব দেয়া আমার জন্য সম্মানের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী। আমরা মাঠের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আকর্ষণ বয়ে আনার জন্য চেষ্টা করব এবং দর্শকদের একটি রোমাঞ্চপূর্ণ, প্রতিযোগিতামূলক মৌসুম উপহার দেব। নতুন দল হিসেবে আমাদের শক্তি এবং উদ্যম অসাধারণ।'

কোচ স্যার কোর্টনি ওয়ালশ দলের প্রস্তুতি সম্পর্কে বলেছেন, 'আমরা এমন একটি সুষম দল গড়ে তোলার চেষ্টা করেছি যা আবুধাবি টি-টেনের দ্রুত গতির সাথে খাপ খাইয়ে নিতে পারবে। খেলোয়াড়রা তাদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিশীল এবং বোঝাপড়া প্রদর্শন করেছে, যা আমাদের নতুন মৌসুমে শক্তিশালী প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ হবে।'

দলের প্রধান নির্বাহী রাজশ্রী শেটে বলেন, 'আমাদের লক্ষ্য ছিল এমন একটি দল গঠন করা যা দক্ষতা, সংকল্প এবং একতা প্রতিফলিত করে। দলের মধ্যে যে উদ্যম রয়েছে তা আশাব্যঞ্জক এবং আমরা নিশ্চিত রয়েল চ্যাম্পস এমন পারফরম্যান্স প্রদর্শন করবে যা আমাদের সফলতার ভিশনকে প্রতিফলিত করবে।'

টি-টেনের শেষবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব। সেই আসরে সাত ম্যাচে সাকিব নেন পাঁচ উইকেট। চার ইনিংস ব্যাটিং করে ৬৩ রান করেন এই অলরাউন্ডার।

আরো পড়ুন: সাকিব আল হাসান