বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে ছেড়ে দিল ইউপি ওয়ারিয়র্স

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে ছেড়ে দিল ইউপি ওয়ারিয়র্স
ভারতীয় ক্রিকেট দলের ফেসবুক পেজ থেকে নেয়া
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কদিন আগে নারী বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে ৫৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন দীপ্তি শর্মা। একই ম্যাচে বল হাতে ৩৯ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ফাইনালের মতো পুরো টুর্নামেন্ট জুড়েই অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন তিনি। বিশ্বকাপের গত আসরে সর্বোচ্চ ২২ উইকেট নেয়ার পাশাপাশি তিন হাফ সেঞ্চুরিতে করেছিলেন ২১৫ রান।

এমন পারফরম্যান্সের পর নারী আইপিএলের আগামী মৌসুমের মেগা নিলামের আগে দীপ্তিকে রিটেইন করেনি ইউপি ওয়ারিয়র্স। সবশেষ তিন মৌসুমে দল হিসেবে প্রত্যাশিতভাবে ভালো করতে না পারায় তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তারকা অলরাউন্ডারের পাশাপাশি গ্রেস হ্যারিস, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যালানা কিং, সোফি এক্লেস্টোন, ক্রান্তি গৌড়ের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে তারা।

একমাত্র ক্রিকেটার হিসেবে শ্রেতা শেহরাওয়াতকে ধরে রেখেছে ইউপি ওয়ারিয়র্স। নারী আইপিএলের রিটেইনশনের নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ তিনজন ভারতীয় ক্যাপড এবং ‍দুজন বিদেশি ক্রিকেটার রিটেইন করতে পারবে দলগুলো। আনক্যাপড ক্রিকেটার রাখতে চাইলে সর্বোচ্চ দুজন রাখা যাবে। কোনো দল যদি পাঁচ জন ক্রিকেটারকে ধরে রাখতে চায় তাহলে সেখানে অন্তত একজন আনক্যাপড রাখতে হবে।

সেই অনুযায়ী, ন্যাট-সিভার ব্র্যান্ট, হারমানপ্রীত কৌর, হেইলি ম্যাথিউস, আমানজোৎ কৌর এবং জি কমলিনীকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রেখেছে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, এলিস পেরি এবং শ্রেয়াঙ্কা পাতিল। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারও খেলতে দেখা যাবে জেমিমা রদ্রিগেজ, শেফালি ভার্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, মারিজান ক্যাপ এবং নিকি প্রসাদকে। আগামী ২৭ নভেম্বর দিল্লিতে হবে মেগা নিলাম।

নারী আইপিএলে পাঁচ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা:

মুম্বাই ইন্ডিয়ান্স— ন্যাট-সিভার ব্র্যান্ট (৩.৫ কোটি রুপি), হারমানপ্রীত কৌর (২.৫ কোটি রুপি), হেইলি ম্যাথিউস (১.৭৫ কোটি রুপি), আমানজোৎ কৌর ( ১ কোটি রুপি) এবং জি কমলিনী (৫০ লাখ রুপি)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— স্মৃতি মান্ধানা (৩.৫ কোটি রুপি), রিচা ঘোষ (২.৭৫ কোটি রুপি), এলিস পেরি (২ কোটি রুপি), শ্রেয়াঙ্কা পাতিল (৬০ লাখ রুপি)।

দিল্লি ক্যাপিটালস— জেমিমা রদ্রিগেজ (২.২ কোটি রুপি), শেফালি ভার্মা (২.২ কোটি রুপি), অ্যানাবেল সাদারল্যান্ড (২.২ কোটি রুপি), মারিজান ক্যাপ (২.২ কোটি রুপি) এবং নিকি প্রসাদ (৫০ লাখ রুপি)।

গুজরাট জায়ান্টস— অ্যাশলে গার্ডনার (৩.৫ কোটি রুপি), বেথ মুনি (২.৫ কোটি রুপি)

ইউপি ওয়ারিয়র্স— শ্রেতা শেহরাওয়াত (৫০ রাখ রুপি)

আরো পড়ুন: নারী আইপিএল