তিন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

ফ্র্যাঞ্চাইজি লিগ
তিন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব
গত সিপিএলে ফ্যালকন্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় দলে খেলার সুযোগ না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ব্যস্ততা যেন কমছেই না সাকিব আল হাসান। কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট খেলা শেষ হওয়ার পর আরও তিনটি লিগে নাম লেখালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ভিন্ন ভিন্ন লিগে রয়্যাল চ্যাম্পস ও হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন। বাকি একটি দলের নাম এখনো নিশ্চিত নয়।

ভ্যানকভারে হওয়া কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে ব্রাম্পটন ব্লিটজের কাছে শিরোপা খুইয়েছে সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স। ফাইনালে হারার পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে ভালো সময় কাটাতে পারেননি তিনি। ব্যাটিংয়ে ৭ ম্যাচে ৪৫ রান করা বাংলাদেশের সাবেক অধিনায়ক বোলিংয়ে নিয়েছেন তিনটি উইকেট। এমন পারফরম্যান্সের পরও তিনটি ভিন্ন লিগে দল পেয়েছেন তিনি।

২৪ অক্টোবর মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিকেট লিগ। যার ফাইনাল হবে ২ নভেম্বর। সেই টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। তারকা অলরাউন্ডারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে খেলবেন ইমরান তাহির, মোহাম্মদ নবি, মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, হরভজন সিং, আন্দ্রে ফ্লেচারের মতো ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রের হিউস্টন, টেক্সাসে হবে টুর্নামেন্টটি।

একই সময়ে মাঠে গড়াবে ইন্ডিয়ান হ্যাভেন প্রিমিয়ার লিগ (আইএইচপিএল)। ২৫ অক্টোবর থেকে কাশ্মীরের শ্রীনগরের বকশি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সাকিবকে। যার ফাইনাল হবে ৮ নভেম্বর। যদিও সেই টুর্নামেন্টে তিনি কোন দলের হয়ে খেলবেন কিংবা কতগুলো ম্যাচ অংশ নেবেন সেটা এখনো নিশ্চিত নয়।

খেলার বিষয়টি এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন সাকিব নিজেই। এই দুই টুর্নামেন্টের পাশাপাশি আবুধাবি টি-টেন লিগেও খেলবেন তিনি। গত কয়েক মৌসুমে বাংলা টাইগার্সের হয়ে খেললেও ২০১৭ সাল থেকে চলা ১০ ওভারের ক্রিকেট লিগে বাংলাদেশের অলরাউন্ডার এবার খেলবেন রয়্যাল চ্যাম্পসের জার্সিতে। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ইংল্যান্ডের জেসন রয়ের মতো ক্রিকেটাররাও একই দলের হয়ে খেলবেন।

রয়্যাল চ্যাম্পসের প্রধান কোচের দায়িত্বে থাকবেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সংযুক্ত আরব আমিরাতে টি–টেন লিগের আগামী আসর মাঠে গড়াবে আগামী ১৮-৩০ নভেম্বর। টুর্নামেন্টের নবম আসরে নতুন করে যোগ করে দিয়েছে ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি।

গত মৌসুমে খেলা খেলা ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সের সঙ্গে যোগ দেবে তারা। আবুধাবির সেই টুর্নামেন্টে কোয়েটার হয়ে খেলবেন লিয়াম লিভিংস্টোন। ইংলিশ অলরাউন্ডার ছাড়াও পাকিস্তানি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, পাকিস্তানের মোহাম্মদ আমির, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, যুক্তরাষ্ট্রের আন্দ্রিস গাউস, সাউথ আফ্রিকার ইমরান তাহির ও আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

আরো পড়ুন: সাকিব আল হাসান