ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় নির্বাচন থাকায় বিপিএলের জন্য এক মাসের উইন্ডো পাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড। হাতে খুব বেশি সময় না থাকায় পাঁচ দল নিয়ে বিপিএল করতে চায় বিসিবি।
ক্রিকফ্রেঞ্জিকে মিঠু বলেন, 'আমাদের পরিকল্পনা একটি মানসম্পন্ন বিপিএল আয়োজন করা, আগের ভুল করতে চাই না। আমরা আগে অনেককেই দল দিয়ে ভুগেছি, এবার এইটা চাই না। আমাদের প্রাথমিক লক্ষ্য ১৬-১৮ নভেম্বরের ভেতর বিপিএল ড্রাফট আয়োজন করা।'
'তার আগে আমরা দলগুলোকে ১৫দিনের মতো সময় দিতে চাই সব গোছানোর জন্য। ৩০ তারিখের ভেতর আমরা দল চুড়ান্ত করে ফেলব। ৫ দল না ৬ দল এটা নিয়ে আলোচনা হচ্ছে। তবে চেষ্টা থাকবে ভালো কাওকে দল দেয়ার, তাতে ৫ দল হলেও সমস্যা নেই। আমাদের লক্ষ্য ডিসেম্বরের ২০ তারিখের ভেতর বিপিএল শুরু করা।'
মঙ্গলবার রাতেও মিটিং ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের। বিপিএলে এবার কয়টি দল খেলবে বা কোন কোন দল অংশ নেবে- সেটি এখনো চূড়ান্ত হয়নি। এই সভায় মালিকানা ও ফ্র্যাঞ্চাইজি হওয়ার পূর্ব শর্ত ঠিক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এদিকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে ২ কোটি টাকা, সাথে দিতে হবে ব্যাংক গ্যারান্টিও। টুর্নামেন্টের আগে ১০ কোটি টাকা ৬ মাসের জন্য ব্যাংক গ্যারান্টি দিতে হবে।
মিডিয়া, গ্রাউন্ডস ও টিকিট থেকে প্রফিটের ৩০ পার্সেন্ট শেয়ার করা হবে। এ ছাড়া বিপিএলের প্রাইজমানি নিয়েও হয়েছে আলোচনা। বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি ৭৫ লাখ টাকা, রানার্স আপ দল পাবে এক কোটি ৭৫ লাখ টাকা।
আমজাদ বলেন, 'ফ্র্যাঞ্চাইজিদের আকৃষ্ট করার জন্য বেশ কিছু রেভিনিউ শেয়ারিং মডেল নিয়ে এসেছি। প্রথমত হচ্ছে আমাদের প্রাইজমানি যেইটা, চ্যাম্পিয়ন টিম পাবে এবার দুই কোটি পঁচাত্তর লক্ষ, আর রানার আপ টিম পাবেন এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা। এর বাইরে আমাদের তিনটা যে মূল আয়, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস, গ্রাউন্ড রাইটস এবং টিকেট থেকে। এই তিনটার নেট প্রফিটের উপর ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিদের মাঝে বন্টন করা হবে।'
এমনকি মাঠে যে পেরিমিটার বোর্ড থাকে সেখানেও নির্দিষ্ট একটি সময় প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বিজ্ঞাপন দেয়ার অনুমতি দিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তাতে করে স্পন্সরদের চাহিদা মেটাতে পারবে স্পন্সরগুলো।
আমজাদ আরো বলেন, 'আমাদের মাঠে যে পেরিমিটার বোর্ড থাকবে, সেখানে যখন কোনো ম্যাচ চলবে, তখন দুই দলই সমানভাবে সময় পাবে। প্রতিটি দলের জন্য পেরিমিটার বোর্ডে ৩০ শতাংশ সময় বরাদ্দ থাকবে, যা একটি পূর্ণ ৪০ ওভারের টি-টোয়েন্টি ম্যাচে আনুমানিক ৩০ মিনিট করে হয়। এই সময় ব্যবহার করে দলগুলো তাদের স্পন্সরদের আকর্ষণ করতে পারবে এবং স্পন্সরদের বিজ্ঞাপন সেখানে বিনামূল্যে প্রদর্শন করতে পারবে।'