শিরোপা জিতেও আয় কমল বেঙ্গালুরুর

ছবি: শিরোপা জয়ের পর বেঙ্গালুরুর ক্রিকেটারদের উচ্ছ্বাস

শুধু বেঙ্গালুরুই নয়, ২০২৫ অর্থবছরে আগের বছরের তুলনায় আয় কমেছে আইপিএলের আরও দুই ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসেরও। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। বেঙ্গালুরুর মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও এবং লক্ষ্ণৌর মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্টসের আয়েও প্রভাব পড়েছে এবার।
আইপিএলের পর দ্বিতীয় সেরা টুর্নামেন্ট হতে চায় এসএ টোয়েন্টি
২০ ঘন্টা আগে
২০২৫ সালে শেষ হওয়া অর্থবছরে বেঙ্গালুরু আয় করেছে ৫১৪ কোটি রুপি, যা আগের বছরের চেয়ে ১৩৫ কোটি কম। সর্বশেষ অর্থবছরে তাদের আয় ছিল ৬৪৯ কোটি রুপি। শুধু ২০২৫ সালের হিসেব ধরলে ১৪০ কোটি লাভ করেছে বেঙ্গালুরু। যা আগের বছর ছিল ২২২ কোটি রুপি।

যদিও এর পেছনে মূল কারণ এই অর্থবছরে তুলনামূলক কম ম্যাচ খেলতে পেরেছে বেঙ্গালুরু। এদিকে ইকোনমিক টাইমসের প্রতিবেদন মতে মুম্বাইয়ের অবিভাবক প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত ইন্ডিয়াউইন স্পোর্টস চলতি অর্থবছরে মুনাফা অর্জন করেছে ৮৪ কোটি রুপি।
ভারতের টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ কোহলির সতীর্থ দয়াল
১১ আগস্ট ২৫
যা আগের বছরের তুলনায় অনেকটাই কম। আগের বছর তারা ১০৯ কোটি রুপি আয় করেছিল। মুম্বাইয়ের মোট বাৎসরিক আয় ৭৩৭ কোটি রুপি থেকে ৬৯৭ কোটি রুপিতে নেমেছে। সাধারণত ভারতে অর্থবছর গণনা করা হয় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। এই হিসেবে আইপিএলের একটি আসর হয় দুটি অর্থ বছরের মধ্যে।
সেই হিসেবেই রাজস্ব কমেছে মুম্বাইয়ের। এদিকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্ট ২০২৫ অর্থবছরে ৫৫৭ কোটি রুপি আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৭২ কোটি রুপি লোকসান হয়েছে। এর আগে ২০২৪ অর্থবছরে ৫৯ কোটি আয় বৃদ্ধি পেয়েছিল দলটির। মোট আয় ছিল তাদের ৬৯৪ কোটি রুপি।