কোহলিকে ছাড়িয়ে মালিককে ছোঁয়ার অপেক্ষায় ওয়ার্নার

ছবি: লন্ডনের জার্সিতে ওয়ার্নার

এমন পারফরম্যান্স দিয়ে ওয়ার্নার জানান দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফুরিয়ে যাননি তিনি। অস্ট্রেলিয়ান এই ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন।
টানা তৃতীয়বার দ্য হান্ড্রেডের শিরোপা জিতল ওভাল ইনভিনসিবলস
১ সেপ্টেম্বর ২৫
সোমবার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমেই কোহলিকে ছাড়িয়ে যান ওয়ার্নার। এদিন ওয়ার্নার খেলেন ৫১ বলে ৭১ রানের ইনিংস। আর তাতেই টি-টোয়েন্টির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক হয়ে যান ওয়ার্নার।

যদিও এই ম্যাচে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়নি তার দল লন্ডন স্পিরিট। দলটির আর কেউই ২০ রানের বেশি করতে পারেননি। এর আগে ম্যানচেস্টারের হয়ে ফিল সল্ট ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন। বেন ম্যাককিনি ১২ বলে ২৯ রান করে। আর জস বাটলারের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৬ রানের ইনিংস।
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইল। তিনি ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান করেছেন। দ্বিতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড। তিনি ৭০৭ ম্যাচে করেছেন ১৩ হাজার ৮৫৪ রান।
তিন নম্বরে অ্যালেক্স হেলস। তিনি ৫০৩ রান করে ১৩ হাজার ৮১৪ রান। আর পাচে ৫৫৭ ম্যাচে ১৩ হাজার ৫৭১ রান করা। আর মাত্র ১৬ রান করলেই মালিককে ছাড়িয়ে যাবেন ওয়ার্নার। ৪১৯ ম্যাচে ১৩ হাজার ৫৪৫ রান করেছেন ওয়ার্নার।