কোহলিকে ছাড়িয়ে মালিককে ছোঁয়ার অপেক্ষায় ওয়ার্নার

লন্ডনের জার্সিতে ওয়ার্নার
দ্য হান্ড্রেডে ফর্মের তুঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার। লন্ডন স্পিরিটের হয়ে খেলতে নেমে ৩ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিতে ১৫০ রান করেছেন তিনি। ১৪১.৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং গড়া বাঁহাতি ব্যাটারের গড় ৭৫। তিন ম্যাচ শেষে তিনিই ১০০ বলের এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।

promotional_ad

এমন পারফরম্যান্স দিয়ে ওয়ার্নার জানান দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফুরিয়ে যাননি তিনি। অস্ট্রেলিয়ান এই ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন।


আরো পড়ুন

টানা তৃতীয়বার দ্য হান্ড্রেডের শিরোপা জিতল ওভাল ইনভিনসিবলস

১ সেপ্টেম্বর ২৫
টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের চ্যাম্পিয়ন্স ওভাল ইনভিনসিবলস, ফাইল ফটো

সোমবার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমেই কোহলিকে ছাড়িয়ে যান ওয়ার্নার। এদিন ওয়ার্নার খেলেন ৫১ বলে ৭১ রানের ইনিংস। আর তাতেই টি-টোয়েন্টির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক হয়ে যান ওয়ার্নার।


promotional_ad

যদিও এই ম্যাচে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়নি তার দল লন্ডন স্পিরিট। দলটির আর কেউই ২০ রানের বেশি করতে পারেননি। এর আগে ম্যানচেস্টারের হয়ে ফিল সল্ট ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন। বেন ম্যাককিনি ১২ বলে ২৯ রান করে। আর জস বাটলারের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৬ রানের ইনিংস।


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইল। তিনি ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান করেছেন। দ্বিতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড। তিনি ৭০৭ ম্যাচে করেছেন ১৩ হাজার ৮৫৪ রান।


তিন নম্বরে অ্যালেক্স হেলস। তিনি ৫০৩ রান করে ১৩ হাজার ৮১৪ রান। আর পাচে ৫৫৭ ম্যাচে ১৩ হাজার ৫৭১ রান করা। আর মাত্র ১৬ রান করলেই মালিককে ছাড়িয়ে যাবেন ওয়ার্নার। ৪১৯ ম্যাচে ১৩ হাজার ৫৪৫ রান করেছেন ওয়ার্নার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball