আলোর মুখ দেখছে ধোনির ১০০ কোটি টাকার মামলার শুনানি

মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেটিং কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর ঘটনায় মহেন্দ্র সিং ধোনির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় অবশেষে অগ্রগতি হচ্ছে। গত ১১ আগস্ট, মাদ্রাজ হাইকোর্ট মামলাটির শুনানি শুরুর নির্দেশ দিয়েছে।

promotional_ad

ধোনির তারকা পরিচিতি এবং আদালতে তার সরাসরি উপস্থিতির কারণে জনসমাগম বা নিরাপত্তাজনিত সমস্যা এড়াতেই আদালত এক অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন, যিনি প্রায় এক যুগ আগের মামলায় কোর্ট চত্বরের বাইরে ধোনির সাক্ষ্যগ্রহণ করবেন।


আরো পড়ুন

শেবাগকে বাদ দিয়েছিলেন ধোনি, ক্যারিয়ার বাঁচান শচীন

১৫ আগস্ট ২৫
ফাইল ছবি

২০১৪ সালে দায়ের হওয়া এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন জি মিডিয়া কর্পোরেশন, সাংবাদিক সুধীর চৌধুরী, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার জি. সম্পথ কুমার এবং নিউজ নেশন নেটওয়ার্ক।


ধোনি মামলার দ্রুত নিষ্পত্তিতে আগ্রহী। তার পক্ষে সিনিয়র আইনজীবী পি.আর. রমনের মাধ্যমে জমা দেয়া এক হলফনামায় বলা হয়, 'এই অনুরোধ কেবলমাত্র মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এবং ন্যায়সংগত ও নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়াকে সহায়তা করতেই করা হয়েছে। আমি আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ সহযোগিতা করব এবং সাক্ষ্যগ্রহণে অংশ নেব।'


promotional_ad



আরো পড়ুন

আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

২৭ আগস্ট ২৫
রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো

তিনি আদালতকে জানিয়েছেন, ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে তিনি সাক্ষ্য ও জেরা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। ঠিক কবে ও কোথায় সাক্ষ্যগ্রহণ হবে, সেটা সব পক্ষের আলোচনায় নির্ধারিত হবে। আদালত জানিয়েছে, সাক্ষ্যগ্রহণ করবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, যিনি কোর্টের অফিসিয়াল তালিকায় অন্তর্ভুক্ত।


এই মামলার প্রেক্ষিতে ২০২৩ সালের ডিসেম্বর মাসে অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা সম্পথ কুমারকে আদালতের বিরুদ্ধে মন্তব্য করার দায়ে ১৫ দিনের সাধারণ কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট সেই সাজা স্থগিত রাখে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball