সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের দাপুটে জয়

সাকিব আল হাসান
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের প্রথম ম্যাচেই বাজিমাৎ করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্স করে দুবাই ক্যাপিটালসকে দাপুটে জয় পেতে বড় অবদান রেখেছেন। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ৪ উইকেট নিয়ে সেন্ট্রাল স্ট্যাগসের ইনিংসে ধস নামান সাকিব। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দুবাই ২২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

promotional_ad

টস হেরে ব্যাটিংয়ে নেমে নিরোশান ডিকওয়েলা ও সেদিকউল্লাহ অটলের ব্যাটে ভালো শুরু পায় দুবাই। তবে তাদের দুজনের জুটি দীর্ঘস্থায়ী হতে দেননি অঙ্গুশ শ। ডানহাতি স্পিনারের বলে ১৫ রান করে ফিরে গেছেন ডিকওয়েলা। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন গুলবাদিন নাইবও। ওয়েস্ট ইন্ডিজের কাদিম অ্যালেইনেও ফিরেছেন দ্রুতই। তবে অন্যপ্রান্তে ঠিকই দ্রুত রান তুলে যাচ্ছিলেন সেদিকউল্লাহ। আফগান ওপেনারকে অবশ্য হাফ সেঞ্চুরি করতে দেননি ডিন ফক্সক্রফ্ট।


আরো পড়ুন

ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, দুবাইয়ের বড় হার

৮ ঘন্টা আগে
দুবাইয়ের জার্সিতে সাকিব আল হাসান

ডানহাতি অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন ২৫ বলে ৪১ রান করা সেদিকউল্লাহ। পাঁচে নেমে চার মেরে রানের খাতা খোলেন সাকিব। পরের ওভারে ব্লেইর টিকনারকেও চার মেরেছেন তিনি। তবে জর্ডান জনসন ফেরায় একটু দেখেশুনে খেলতে থাকেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যদিও একটু পর ফিরতে পারতেন তিনি নিজেও। তবে পয়েন্ট সাকিবের ক্যাচ নিতে পারেননি ফিল্ডার। জীবন পেয়ে সেটা কাজে লাগিয়েছেন দারুণ ভাবে। নিজে রান করার পাশাপাশি জেসে বোটানকে সঙ্গ দিয়েছেন তিনি।


১১ বলে ২০ রানের ক্যামিও খেলা বোটানকে ফেরান টিকনার। পরবর্তীতে ডমিনিক ড্রেকসকে সঙ্গে নিয়ে দুবাইকে টেনেছেন সাকিব। দারুণ ব্যাটিংয়ে ম্যাথু ফোর্ডকে চার মেরে ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। পরবর্তীতে আরেকটি চার মেরে শেষ পর্যন্ত ৭ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। সাকিবের হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ১৬৫ রান তোলে দুবাই। সেন্ট্রালের হয়ে শ তিনটি এবং টিকনার দুটি উইকেট নিয়েছেন।


promotional_ad



আরো পড়ুন

ক্যারিবিয়ান দীপপুঞ্জে কীভাবে বোলিং করতে হয় জানা আছে: সাকিব

১১ জুলাই ২৫
সাকিব আল হাসান, ফাইল ফটো

এরপর বল হাতে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন সাকিব। তার প্রথম বলেই সুইপ করতে চেয়েছিলেন ইয়ং। তবে ব্যাটে বলে করতে পারেননি। বল সোজা আঘাত হানে প্যাডে। ফলে ১৯ রান করেই তাকে এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হয়। তৃতীয় বলে ডিন ফক্সক্রফটকেও এলবিডব্লিউ করে আউট করেন বাংলাদেশি এই বাঁহাতি স্পিনার।


সাকিবের বলে ফ্রন্টফুট ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল সোজা চলে যায় প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন সেন্ট্রাল স্ট্যাগের এই ব্যাটারও। সেই ওভারে কোনো রানই খরচ করেননি সাকিব। এরপর ড্যান ক্লেভারকে ফিরিয়েছেন দুবাইয়ের আরেক বোলার আরায়ামান ভার্মা। দ্বিতীয় ওভারে এসে সাকিব জশ ক্লার্কসনকে বোল্ড করেছেন। সেই ওভারে মোটে ৭ রান খরচা করেন সাকিব।


তৃতীয় ওভারে উইকেট না পেলেও সাকিব ছিলেন মিতব্যয়ী। মাত্র ৮ রান দেন তিনি। এরপর ইনিংসের ১৭তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেছেন সাকিব। পরের বলে ডগ ব্রেসওয়েলের বিরুদ্ধেও এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। তবে আম্পায়ার আউট দেননি। সেই ওভারে মাত্র ৩ রান দিয়ে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন সাকিব।


এরপর আর বেশি দূর এগোতে পারেনি সেন্ট্রাল স্ট্যাগস। তাদের ইনিংস থামে ৮ উইকেটে ১৪৩ রানে। সাকিবের ৪ উইকেট ছাড়াও দুটি উইকেট নিয়েছেন বিন তানভির। একটি করে উইকেট নেন ডমিনিক ড্রাকেস ও আরায়ামান ভার্মা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball