আইপিএলে টিকিট দুর্নীতির কারণে এইচসিএ সভাপতিকে গ্রেফতার

প্রতীকী
ভারতের ক্রিকেটে আবার দুর্নীতির দাগ। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওকে গ্রেফতার করেছে দেশটির সিআইডি। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগেই এই পদক্ষেপ।

promotional_ad

আইপিএলের চলতি মৌসুমে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্সের হোম ম্যাচের টিকিট বিতরণে স্বচ্ছতা ছিল না বলে অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে সিআইডি খুঁজে পায়, প্রেসিডেন্ট জগন মোহন রাও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়।


আরো পড়ুন

পরের আইপিএলে পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে, বিশ্বাস ভেটরির

২৬ মে ২৫
বিসিসিআই

সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিই সরাসরি অভিযোগ তোলে এইচসিএ'র বিরুদ্ধে। অভিযোগে বলা হয় কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে তাদের ভয় দেখানো ও ব্ল্যাকমেল করা হয়েছে। এমনকি ২৭ মার্চ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের আগে দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কার জন্য বরাদ্দ করা এফথ্রি কর্পোরেট বক্স তালাবদ্ধ করে দেয়া হয়।


promotional_ad

ঘটনার গুরুত্ব বুঝে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তড়িঘড়ি করে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দেন। তদন্তে স্পষ্ট হয় জগনের আচরণ পদের অপব্যবহারের শামিল এবং তার হস্তক্ষেপে ফ্র্যাঞ্চাইজির স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।


এই কেলেঙ্কারির পেছনে কেবল ক্ষমতার অপব্যবহার নয়, বোর্ড ও ফ্র্যাঞ্চাইজির পারস্পরিক টানাপোড়েনও বড় কারণ হয়ে দাঁড়ায়। ফলে আইপিএলের মতো মঞ্চে আবারও দুর্নীতির কালো ছায়া নেমে আসে।


এদিকে মাঠের পারফরম্যান্সেও হায়দরাবাদের মৌসুম খুব ভালো কাটেনি। প্যাট কামিন্সের নেতৃত্বে দলটি ১৩ ম্যাচে ছয়টি জয় ও সাতটি হারে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থেকে প্লে-অফের বাইরে থেকে মৌসুম শেষ করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball