promotional_ad

আইপিএলে ‘চম্পক’ নাম নিয়ে বিতর্ক, বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা

আইপিএলে ‘চম্পক’ নাম নিয়ে বিতর্ক, ফাইল ফটো
আইপিএলের সম্প্রচারে ব্যবহৃত একটি বিশেষ ধরনের ক্যামেরার নাম রাখা হয়েছে ‘চম্পক’। দেখতে অনেকটা কুকুরের মতো এই ক্যামেরার নাম নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে দিল্লি হাই কোর্টে।

promotional_ad

‘চম্পক’ নামে একটি শিশুতোষ পত্রিকা দীর্ঘদিন ধরেই ভারতে জনপ্রিয়। সেই পত্রিকার মালিকপক্ষ মনে করছে, আইপিএলের ওই ক্যামেরার নাম তাদের ব্র্যান্ড ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে এবং পাঠকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। পত্রিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিসিসিআই ‘চম্পক’ নামটি ব্যবহার করে তাদের দীর্ঘদিনের পরিচিতিকে প্রশ্নের মুখে ফেলেছে।


আরো পড়ুন

আইপিএল শেষ ম্যাক্সওয়েলের

৩৬ মিনিট আগে
বিসিসিআই

আইনি প্রতিনিধিত্ব করছেন অমিত গুপ্ত নামে এক আইনজীবী। তিনি বলেন, 'ক্যামেরার নাম চম্পক দেওয়া হয়েছে। আইপিএল চলছে। অনেক আগে থেকেই ক্যামেরার ব্যবহার হচ্ছে। ২৩ এপ্রিল সেটির নামকরণ করা হয়েছে। সমর্থকদের ভোটের মাধ্যমে নাম ঠিক করা হয়েছে।' তার ভাষ্য অনুযায়ী, পত্রিকার চরিত্রগুলোও পশু-নির্ভর, আর ক্যামেরাটিও কুকুরের আদলে তৈরি হওয়ায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়েছে।


promotional_ad

তবে আদালত পত্রিকার এই দাবিকে গুরুত্ব দিচ্ছে না। বিচারপতির মন্তব্য, পত্রিকার চরিত্র ‘চিকু’ নামটি বিরাট কোহলির ডাকনাম হিসেবেও পরিচিত। সেই যুক্তিতে আদালত মনে করছে, যদি পত্রিকা ক্রিকেটারদের নাম ব্যবহার করতে পারে, তাহলে বিসিসিআইয়ের পক্ষেও ‘চম্পক’ নাম ব্যবহার করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই।


আইনজীবী গুপ্ত আরও বলেন, 'পত্রিকার চরিত্রগুলো সবই কোনো না কোনও পশু। এই ক্যামেরাটিও তৈরি কুকুরের আদলে। সেই কারণে সমস্যা হচ্ছে। মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। গুলিয়ে ফেলছেন অনেকে।' যদিও আদালতের মতে, এখন পর্যন্ত এমন বিভ্রান্তির কোনও বাস্তব প্রমাণ পাওয়া যায়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball