আইপিএলে ‘চম্পক’ নাম নিয়ে বিতর্ক, বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা

ছবি: আইপিএলে ‘চম্পক’ নাম নিয়ে বিতর্ক, ফাইল ফটো

‘চম্পক’ নামে একটি শিশুতোষ পত্রিকা দীর্ঘদিন ধরেই ভারতে জনপ্রিয়। সেই পত্রিকার মালিকপক্ষ মনে করছে, আইপিএলের ওই ক্যামেরার নাম তাদের ব্র্যান্ড ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে এবং পাঠকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। পত্রিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিসিসিআই ‘চম্পক’ নামটি ব্যবহার করে তাদের দীর্ঘদিনের পরিচিতিকে প্রশ্নের মুখে ফেলেছে।
আইপিএল শেষ ম্যাক্সওয়েলের
৩৬ মিনিট আগে
আইনি প্রতিনিধিত্ব করছেন অমিত গুপ্ত নামে এক আইনজীবী। তিনি বলেন, 'ক্যামেরার নাম চম্পক দেওয়া হয়েছে। আইপিএল চলছে। অনেক আগে থেকেই ক্যামেরার ব্যবহার হচ্ছে। ২৩ এপ্রিল সেটির নামকরণ করা হয়েছে। সমর্থকদের ভোটের মাধ্যমে নাম ঠিক করা হয়েছে।' তার ভাষ্য অনুযায়ী, পত্রিকার চরিত্রগুলোও পশু-নির্ভর, আর ক্যামেরাটিও কুকুরের আদলে তৈরি হওয়ায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়েছে।

তবে আদালত পত্রিকার এই দাবিকে গুরুত্ব দিচ্ছে না। বিচারপতির মন্তব্য, পত্রিকার চরিত্র ‘চিকু’ নামটি বিরাট কোহলির ডাকনাম হিসেবেও পরিচিত। সেই যুক্তিতে আদালত মনে করছে, যদি পত্রিকা ক্রিকেটারদের নাম ব্যবহার করতে পারে, তাহলে বিসিসিআইয়ের পক্ষেও ‘চম্পক’ নাম ব্যবহার করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই।
আইনজীবী গুপ্ত আরও বলেন, 'পত্রিকার চরিত্রগুলো সবই কোনো না কোনও পশু। এই ক্যামেরাটিও তৈরি কুকুরের আদলে। সেই কারণে সমস্যা হচ্ছে। মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। গুলিয়ে ফেলছেন অনেকে।' যদিও আদালতের মতে, এখন পর্যন্ত এমন বিভ্রান্তির কোনও বাস্তব প্রমাণ পাওয়া যায়নি।