promotional_ad

ধোনিকে আর আইপিএলে দেখতে চান না গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট ও মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনির হাত ধরে একের পর এক সাফল্য পেয়েছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতিতে আবারও চেন্নাইয়ের নেতৃত্ব দিচ্ছেন ধোনি। তবে দলটি পারফরম্যান্স করতে পারছে না। উল্টো তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।

promotional_ad

এবারের আইপিএলে ধোনির ব্যক্তিগত পারফরম্যান্সও গড়পড়তা। এ কারণে সমালোচনা হচ্ছে ভারতের এই সাবেক অধিনায়ককে নিয়ে। ধোনিকে আগামী আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।


আরো পড়ুন

১১ ছক্কায় ৩৫ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্ব রেকর্ডে রাজস্থানের জয়

২৯ এপ্রিল ২৫
বিসিসিআই

 


ধোনির সমালোচনা করে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে গিলক্রিস্ট বলেন, ‘বড় একটা নাম—এমএস ধোনি। তার প্রমাণ করার আর কিছুই বাকি নেই। সে ক্রিকেটে সবকিছুই করে ফেলেছে। ধোনি নিজেই জানে সে কী করতে চায়, কিন্তু আমি বলছি, ভবিষ্যতের কথা ভাবলে... হ্যাঁ, এটা বলাটা কষ্টের, তবুও বলতে হচ্ছে—ধোনিকে আর দেখা না গেলেই ভালো। আমি ধোনিকে ভালোবাসি, সে একজন আইকন, একজন চ্যাম্পিয়ন। কিন্তু এবারই হয়তো সময় হয়েছে বলার—বিদায়।’


 


আইপিএলের এবারের আসরের নিলাম থেকেও তারা তুলনামূলক শক্তিশালী দল গড়তে পারেনি বলে মনে করেন অনেকে। তবে গিলক্রিস্টের দাবি তাদের দলেও ভালো কিছু ক্রিকেটার আছেন। এর মধ্যে রুতুরাজকে চেন্নাই সুপার কিংসের প্রধান রিটেনশন হিসেবে রাখার পরামর্শ দিয়েছেন।


promotional_ad

 


আরো পড়ুন

রোহিতকে ইংল্যান্ড সফরে দেখছেন না গিলক্রিস্ট

১০ জানুয়ারি ২৫
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রোহিত শর্মার

এর বাইরে আয়ুষ মাহাত্রে, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস এবং রবীন্দ্র জাদেজাকে আগামী আসরের জন্য রিটেইন করার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তার বিশ্বাস চেন্নাইয়ের ভবিষ্যতের কান্ডারি হয়ে উঠতে পারেন তারা। তাই ফ্র্যাঞ্চাইজিটিকে তাদের প্রতি বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন তিনি।


 


বিশেষ করে জাদেজার প্রশংসা করে গিলক্রিস্ট বলেন, 'রবীন্দ্র জাদেজা, কি এক প্রতিভা! বয়স বাড়লেও এখনও আমি তাকে সেই রকস্টার হিসেবেই দেখি, শেন ওয়ার্ন যাকে আইপিএলের শুরুতে এমনই ডাকনাম দিয়েছিলেন। আমি তাকে আরও একবার বেছে নেব।'


 


কনওয়েকে আগামী বছর ছেড়ে দেয়ার পরামর্শ দিয়ে গিলক্রিস্ট আরও বলেছেন, 'চেন্নাই কনওয়েকে কিনতে অনেক টাকা খরচ করেছিল, কিন্তু তাকে খেলাচ্ছে না। দুর্ভাগ্যবশত, তাকে ছাড়তে হবে এবং এতে নিলামে তাদের হাতে ভালো পরিমাণ টাকা থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball