চোট কাটিয়ে লক্ষ্ণৌ দলে ফিরছেন মায়াঙ্ক

ছবি: লক্ষৌয়ের জার্সিতে মায়াঙ্ক যাদব, আইপিএল

লক্ষ্ণৌ আইপিএল শুরু করেছিল তিন পেসার মায়াঙ্ক, আবেশ খান ও আকাশ দীপকে ছাড়াই। মায়াঙ্কের আগেই আবেশ ও আকাশ দলের সঙ্গে যোগ দিয়েছেন। এ ছাড়া ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন মহসিন খান।
আইপিএলের প্রথম ভাগে খেলা হচ্ছে না মায়াঙ্কের
১১ মার্চ ২৫
তার বিকল্প হিসেবে শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। এরই মধ্যে আবেশ লক্ষ্ণৌয়ের হয়ে পাঁচটি ও আকাশ তিনটি ম্যাচে খেলেছেন। এবারের আইপিএলে দারুণ পারফর্ম করছে লক্ষ্ণৌ। তারা দুর্বল পেস আক্রমণ নিয়েই চারটি ম্যাচ জিতেছে।

আজ তারা মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২২ বছর বয়সী মায়াঙ্ক মূলত পিঠের ইনজুরির কারণে ২০২৪ সাল থেকেই মাঠের বাইরে। সে বছর অক্টোবরের সর্বশেষ ম্যাচ খেলেছেন এই পেসার।
মার্করাম-পুরানের হাফ সেঞ্চুরির পর লক্ষ্ণৌকে জেতালেন বাদনি
১২ এপ্রিল ২৫
ইনজুরির পুরো সময়টাতেই বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব করেছেন মায়াঙ্ক। কদিন আগেই লক্ষ্ণৌয়ের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার একটি ভিডিওতে মায়াঙ্কের ৯০-৯৫ শতাংশ ফিট হওয়ার খবর জানিয়েছিলেন।
গত মৌসুমে মায়াঙ্ক লক্ষ্ণৌয়ের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন মায়াঙ্ক। এরপরও মেগা নিলামের আগে তাকে রিটেইন করে দলটি। এবার সেই আস্থার প্রতিদান দেয়ার সুযোগ এসেছে মায়াঙ্কের সামনে।