পিএসএলের পুরো আসরে যুক্ত হচ্ছে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি

ছবি: ম্যাচ অফিসিয়ালস টেকনোলজির প্রতীকী ছবি

এর আগে সীমিত পরিসরে পিএসএলে চালু থাকলেও এবার পুরো আসরেই থাকবে এই প্রযুক্তি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। এই প্রযুক্তির ফলে স্বয়ংক্রিয়ভাবে নো বল ধরা পড়বে। ফলে মাঠের আম্পায়ারকে নো বল ধরতে বেগ পেতে হবে না।
নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ হয়ে রিজওয়ান বলছেন, ‘পিএসএলে ভালো করব’
৫৮ মিনিট আগে
সেই সঙ্গে রিপ্লেতে থাকবে একাধিক স্ক্রিন। ফলে স্বল্প সময়ের মধ্যে থার্ড আম্পায়ার সিদ্ধান্ত নিতে পারবেন। সেই সঙ্গে থাকছে রিয়েল টাইম ডিআরএসের সুবিধা। ম্যাচ রেফারি চাইলে সঙ্গে সঙ্গে রিয়েল টাইম রিপ্লেও দেখতে পারবেন।

আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পিএসএলের দশম আসরের। রাওয়ালপিন্ডিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের এবারের আসর।
ম্যাচ অফিসিয়ালস ট্যাকনলজি (এমওটি) এর মূল বৈশিষ্ট্যাবলী:
১. আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম (মাঠের উপর এবং মাঠের বাইরে)
২. মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার
৩. আল্ট্রামোশন ক্যামেরা ব্যবহার করে অটো নো-বল সনাক্তকরণ
৪. রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার
৫. তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেট-ভিত্তিক লগিং
৬. ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস
৭. উন্নত রিভিউয়ের জন্য এম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও