চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে পিএসএলে যাচ্ছেন রিশাদ

ফ্র্যাঞ্চাইজি লিগ
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে পিএসএলে যাচ্ছেন রিশাদ
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কানাডার গ্লোবার সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নিন রিশাদ হোসেনের। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছেন রিশাদ। এই স্পিন বোলিং অলরাউন্ডারকে এবার পুরো টুর্নামেন্টের জন্যই এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে লাহোর কালান্দার্সের হয়ে পিসএলে খেলতে ৬ এপ্রিল দেশ ছাড়বেন রিশাদ। এর আগে শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই টাইগার ক্রিকেটার। দেশ ছাড়ার আগে এই ক্রিকেটার জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা।

প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়ার অনুভুতি প্রকাশ করে রিশাদ বলেছেন, 'প্রথমে আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি। যাচ্ছি পাকিস্তানে। এর চেয়ে খুশির আর কিছু নেই। যাচ্ছি, ভালো কিছু করার চেষ্টা করব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।'

কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেলেছেন রিশাদ। তাই কন্ডিশন নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই এই লেগ স্পিনারের। এরই মধ্যে লাহোরের ক্রিকেটারদের সঙ্গেও যোগাযোগ শুরু হয়েছে রিশাদের।

সেসব খোলাসা করে তিনি বলেছেন, 'কন্ডিশন নিয়ে এতো ভাবার কিছু নেই। শুধু ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। দলের যা প্রয়োজন সেটা করার চেষ্টা করব। আপাতত বেশি কথা হয়নি কারো সঙ্গে। সবার সঙ্গে হাই হ্যালো হচ্ছে। কমিউনিকেশন ভালো হচ্ছে সবার সঙ্গে। প্ল্যানিং বা অন্য কিছু নিয়ে কথা হয়নি।'

পাকিস্তানের উইকেট কিছুটা ব্যাটিং-বান্ধব হয়। সেটা ভালো করেই জানা রিশাদের। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানিয়ে রিশাদ বলেছেন, ‘পাকিস্তানের উইকেট দেখেছি, যতগুলো ব্যাটসম্যানের বিপক্ষে খেলেছি, ওদের সম্পর্কে ধারণা আছে; সেগুলো নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে—এসব আরকি।’

আরো পড়ুন: রিশাদ হোসেন