‘নোটবুক উদযাপন’ করে আবারও শাস্তি পেলেন রাঠি

ছবি: নামান ধীরের বিপক্ষে নোটবুক উদযাপন করে শাস্তি পেলেন দীগ্বেশ রাঠি, বিসিসিআই

চোটের কারণে রোহিত শর্মা না থাকায় ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে নেমেছিলেন নামান। উইল জ্যাকস ফিরতেই ব্যাটিংয়ে নামেন তিনি। পরের ওভারে ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার রায়ান রিকেলটনও। লক্ষ্ণৌর বিপক্ষে ২০৩ রান তাড়ায় ১৭ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে মুম্বাই। এমন সময় সূর্যকুমার যাদবের সঙ্গে ৩৫ বলে ৬৯ রানের জুটি গড়েন নামান।
বল হাতে ৫ উইকেটের পর ব্যাটিংয়ে হার্দিকের ক্যামিও, তবুও হারল মুম্বাই
২৩ ঘন্টা আগে
জুটি গড়ার সঙ্গে ঝড়ো ব্যাটিংয়ে দলের প্রত্যাশাও মিটিয়েছেন ডানহাতি ব্যাটার। সূর্যকুমারকে সঙ্গে নিয়ে যখন মুম্বাইকে টেনে নিয়ে যাচ্ছিলেন এমন সময় নামানকে ফেরান রাঠি। ডানহাতি লেগ স্পিনারের অফ স্টাম্পের বলে স্কয়ারে ফ্লিক করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়েছেন ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলা নামান। মুম্বাইয়ের ব্যাটারকে আউট করে নিজের চিরচেনা নোটবুক উদযাপন করেছেন রাঠি।

মুম্বাইয়ের বিপক্ষে ৪ ওভারে ২১ রান খরচায় ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। আইপিএলে নিজের এমন স্বপ্নের রাতের দিনে নোটবুক উদযাপন করে জরিমানার মুখে পড়তে হয়েছে ডানহাতি লেগ স্পিনারকে। আইপিএলের ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ৫০ শতাংশের সঙ্গে রাঠির নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
আগের ম্যাচে পাঞ্জাবের ব্যাটের প্রিয়ানশের বিপক্ষে এমন উদযাপন করে ম্যাচ ফির ২৫ শতাংশের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। ফলে বর্তমানে রাঠির নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের নামের পাশে চারটি ডিমেরেট পয়েন্ট থাকলে সে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।
অর্থাৎ আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে রাঠিকে। এদিকে মুম্বাইকে ১২ রানে হারানোর দিনে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানার মুখে পড়তে হয়েছে ঋষভ পান্তকে। আইপিএলের চলমান আসরে লক্ষ্ণৌর অধিনায়কের আগে স্লো ওভার রেটের কারণে জরিমানা দিতে হয়েছে মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া ও রাজস্থান রয়্যালসের সাবেক অধিনায়ক রিয়ান পরাগকে।