promotional_ad

শার্দুলের তোপের পর পুরানের টর্নেডো ইনিংসে লক্ষ্ণৌর প্রথম জয়

২৬ বলে ৭০ রান করেন নিকোলাস পুরান, ফাইল ফটো
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারলেও শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শার্দুল ঠাকুরের অসাধারণ বোলিং পারফরম্যান্সের পর মিচেল মার্শ এবং নিকোলাস পুরানের হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে জিতেছে লক্ষ্ণৌ।

promotional_ad

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই এইডেন মার্করামের উইকেট হারায় লক্ষ্ণৌ। চার বলে এক রান করা মার্করামকে ফেরান মোহাম্মদ শামি। তার লেংথ ডেলিভারিতে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন মার্করাম।


আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে পেছালো কলকাতা-লক্ষ্ণৌ ম্যাচ

২৯ মার্চ ২৫
কলকাতা বানাম লক্ষ্ণৌ ম্যাচের ফাইল ফটো

তারপর ১১৬ রানের জুটি গড়েন ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান মার্শ এবং পুরান। লক্ষ্ণৌয়ের হয়ে দ্বিতীয় উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এই জুটিতে রীতিমতো টর্নেডো ইনিংস খেলেন পুরান। ২৬ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কায় ৭০ রান করেন তিনি। তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন প্যাট কামিন্স।


দলীয় ১৩৮ রানের মধ্যে মার্শও ফিরে যান। কামিন্সের বলে লং অনের দিকে খেলতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। এই আইপিএলে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলা মার্শ ৩১ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৫২ রান করেন।



promotional_ad

১৬৪ রানের মধ্যে ঋষভ পান্ত ও আইয়ুস বাদোনির উইকেট হারায় লক্ষ্ণৌ। ২৭ কোটির পান্ত এ দিন করেন ১৫ বলে ১৫ রান। আইয়ুশ করেন ছয় রান। কিন্তু ডেভিড মিলারের সাত বলে ১৩ এবং আব্দুল সামাদের আট বলে ২২ রানের ইনিংসে ১৬.১ ওভারেই জিতে লক্ষ্ণৌ।


আরো পড়ুন

স্টার্কের ৫ উইকেট, দিল্লির সহজ জয়

৬ ঘন্টা আগে
মিচেল স্টার্ক একাই নিয়েছেন ৫ উইকেট

এর আগে শার্দুলের পেসে ভর করে দারুণ সূচনা পায় লক্ষ্ণৌ। তৃতীয় ওভারের প্রথম দুই বলে অভিষেক শর্মা এবং ইশান কিশানের উইকেট হারায় দলটি। ছয় বলে ছয় রান করেন শার্দুলের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তোলা অভিষেক।


আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইশান উইকেটরক্ষক পান্তের মুঠোয় ক্যাচ তুলে দেন। এরপর ট্রাভিস হেডের ব্যাটে এগিয়ে যেতে থাকে হায়দরাবাদ। তবে তাকে হাফ সেঞ্চুরি করতে দেননি প্রিন্স যাদব। ২৮ বলে ৪৭ রান করে বোল্ড হন হেড।



মাঝে নিতিশ কুমার রেড্ডি ২৮ বলে ৩২, হেনরিখ ক্লাসেন ১৭ বলে ২৬ এবং অনিকেত ভার্মা ১৩ বলে পাঁচ ছক্কায় ৩৬ রানের টর্নেডো ইনিংস এগিয়ে যায় হায়দরাবাদ। যদিও তাতের বেশিদূর যেতে দেননি লক্ষ্ণৌর বোলাররা।


শেষ দিকে প্যাট কামিন্স চার বলে তিন ছক্কায় ১৮ রান করলে বড় সংগ্রহ পায় হায়দরাবাদ। তবে তাদের দুইশ ছুঁতে না দেয়ার মূল কারিগর শার্দুল। ৩৪ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন শেষমুহুর্তে লক্ষ্ণৌতে জায়গা করে নেয়া এই পেসার। দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরাও হন তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball