‘রিজওয়ানের মতো অহেতুক আবেদন করলে আউট পাবে না’

ছবি: সেঞ্চুরির পর ইশান কিশান, আইপিএল

ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরির সঙ্গে এক পডকাস্টে হাজির হয়েছিলেন ইশান। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল উইকেটের পেছনে আগে যত আবেদন করতেন সাম্প্রতিক সময়ে তাকে ততটা আবেদন করতে দেখা যায় না। এই পরিবর্তনের কারণ কী?
‘অস্বীকার করব না, চাপে ছিলাম’, সেঞ্চুরি নিয়ে ইশান
২৪ মার্চ ২৫
জবাবে ইশান বলেছেন, 'আমার মনে হয় এখন আম্পায়াররা অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে। যদি আমি বারবার আপিল করি, তাহলে দেখব যেটা সত্যিকারের আউট, সেটাও হয়ত আম্পায়াররা ভাবল আমি অযথা আবেদন জানাচ্ছি, তাই হয়ত আউট দেবে না। কিন্তু আমি যদি সঠিক ক্ষেত্রেই শুধু আবেদন জানাতে থাকি, তাহলে আম্পায়াররাও অনেকটা আত্মবিশ্বাস পাবে এবং এক্ষেত্রে আমায় আপিলে সায় দিতে পারে।'
এরপরই অহেতুক আবেদনের কথা বলতে গিয়ে রিজওয়ানকে টেনে এনেছেন তিনি। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারকে প্রায়ই দেখা যায় জোরালো আবেদন করতে। বল ব্যাটে লাগুক বা না লাগুক তার পরোয়া করেন না রিজওয়ান। অনেক সময় পাকিস্তানের এই উইকেটরক্ষকের আচরণে আম্পায়াররাও বিরক্ত অনুভব করেন।

তার কথা তুলে ইশান বলেছেন, ‘যদি রিজওয়ানের মতো পিছন থেকে করতে থাকি, তাহলে তো আম্পায়াররা একবারও আউট দেবে না।’
নীতিশ-হাসারাঙ্গায় চেন্নাইকে ৬ রানে হারাল রাজস্থান
৩৫ মিনিট আগে
অনেক সময়ই আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে দলগুলোকে খেসারৎ দিতে হয়। এসব ভুল থেকে রক্ষা পেতে আম্পায়ারদের মানও উন্নতি করার পরামর্শ দিয়েছেন ইশান। তার মতে আম্পায়ারদের আরও আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন। তাদের আপিলের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত নয় বলেও বিশ্বাস এই উইকেটরক্ষকের।
তিনি বলেন, 'কিছু আম্পায়ার আছেন যারা ম্যাচ পরিচালনা করতে আমরা খেলতে আমরা ম্যাচ উপভোগ করি। কিন্তু কিছু কিছুক্ষেত্রে উন্নতিরও দরকার। আম্পায়ারদের তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে হবে। তাঁরা যদি মনে করেন কোনও ব্যাটসম্যান আউট তাহলে আত্মবিশ্বাসের সঙ্গেই আউট দিতে হবে, স্রেফ আপিলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে না।'