promotional_ad

‘অস্বীকার করব না, চাপে ছিলাম’, সেঞ্চুরি নিয়ে ইশান

হায়দরাবাদের হয়ে অভিষেকেই সেঞ্চুরি করেন ইশান কিশান, ফাইল ফটো
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকে অসাধারণ এক সেঞ্চুরি করে দল জিতিয়েছেন ইশান কিশান। নান্দনিক ভঙ্গিমায় সেঞ্চুরি তুলে নিলেও চাপের কথা অস্বীকার করেননি ইশান। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ জিতিয়ে জানালেন, পুরো ইনিংসের সময়ই চাপে ছিলেন তিনি।

promotional_ad

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১১ বলে ২৪ রান করে অভিষেক শর্মা ফিরলেও রাজস্থানের পেসারদের উপর তাণ্ডব চালাতে থাকেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার ওপেনারের সঙ্গে তাল মিলিয়ে খেলেছেন ইশান কিশানও। ৩১ বলে ৬৭ রান করে হেড ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে সানরাইজার্স হায়দরাবাদকে ২৮৬ রানের পুঁজি এনে দিয়েছেন ইশান।


আরো পড়ুন

‘রিজওয়ানের মতো অহেতুক আবেদন করলে আউট পাবে না’

২৭ মার্চ ২৫
সেঞ্চুরির পর ইশান কিশান, আইপিএল

তার ৪৫ বলে সেঞ্চুরির দিনে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান পায় হায়দরাবাদ। ৪৭ বলে ১১টি চার ও ছয়টি ছক্কায় ১০৬ রানে অপরাজিত থাকেন ইশান। এরপর সাঞ্জু স্যামসনের ৩৭ বলে ৬৬ এবং ধ্রুব জুরেলের ৩৫ বলে ৭০ রানের ইনিংসে ছয় উইকেটে ২৪২ রান তোলে রাজস্থান। 


promotional_ad

ম্যাচ শেষে ইশান বলেন, 'সত্যি কথা বলতে, কিছুটা নার্ভাস তো অবশ্যই ছিলাম। আমি এটা অস্বীকার করব না। প্যাট এবং কোচ অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। মাঝখানে আমি আমার সময়টা উপভোগ করেছি। আমি খুব কঠোর অনুশীলন করছিলাম। প্রস্তুতি খুব ভালো ছিল এবং আমি আত্মবিশ্বাসী বোধ করেছি।'


আরো পড়ুন

জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বাইয়ের জয়

১৭ এপ্রিল ২৫
বিসিসিআই

'যখন আপনি অভিষেক এবং হেডকে এই ধরণের খেলা খেলতে দেখতে পাচ্ছেন, তখন আপনি সেই আত্মবিশ্বাস পাবেন। আপনার মনে হবে আপনি খুব তাড়াতাড়ি ব্যাটিং করছেন অথবা এমন সময়ে যখন বোর্ডে প্রচুর রান রয়েছে। প্রতিটি খেলায় এতটা স্কোর করা খুব কঠিন। প্যাট এবং কোচ উপভোগ করার কথা বলছিলেন। শুধু বলেছেন 'শুধু তোমার স্বাভাবিক খেলাটা খেলো।'


আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ইশান। ২০১৬ এবং ২০১৭ মৌসুম সেই দলের হয়ে কাটানোর পর টানা সাতটি মৌসুম মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ইশান। সর্বশেষ নিলামে ১১.২৫ কোটিতে তাকে দলে ভেড়ায় হায়দরাবাদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball