promotional_ad

নূর আহমেদ চেন্নাইয়ের ‘এক্স-ফ্যাক্টর’: রুতুরাজ

মুম্বাইয়ের বিপক্ষে ১৮ রান খরচায় ৪ উইকেট নেন নূর আহমেদ, ফাইল ফটো
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নূর আহমেদকে দশ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ চিপকের ধীরগতির উইকেটে নূর অসাধারণ কিছু করবেন, এমনটাই ছিল প্রত্যাশা। আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচেই ঝলক দেখান নুর, হন ম্যাচসেরাও। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও তাই মনে করিয়ে দিলেন, চেন্নাইতে 'এক্স-ফ্যাক্টর' নূর।

promotional_ad

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ১৮ রান খরচায় চার উইকেট নেন নূর। মুম্বাইয়ের মিডল অর্ডারকে মাথা উঁচু করে দাঁড়াতেই দেননি তিনি। সূর্যকুমার যাদব, তিলক বার্মা, রবিন মিনয এবং নামান ধিরকে প্যাভিলিয়নে ফেরান তিনি।


আরো পড়ুন

আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ

৮ মে ২৫
ব্রেভিসকে আউট করার পর উদযাপনে বরুণ চক্রবর্তী, আইপিএল

তার অসাধারণ বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১৫৫ রান তুলে থামে মুম্বাই। জবাবে ওপেনিং পজিশন ছেড়ে তিনে নামা রুতুরাজের ২৬ বলে ৫৩ এবং রাচিন রবীন্দ্রর ৪৫ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে ম্যাচটি চার উইকেটে জিতে নেয় চেন্নাই।


ম্যাচ শেষে রুতুরাজ বলেন, 'আমি আউট হওয়ার পরপরই (ম্যাচের মোড় ঘুরে যাচ্ছিল)। মাঝে মাঝে এমন কিছু ম্যাচ থাকে যেগুলো খুব কাছাকাছি চলে আসে কিন্তু জয়ী দলে থাকাটা আনন্দের ব্যাপার। আমি তিন নম্বরে ব্যাটিং করছি, যা আমাদের নতুন দলের ভারসাম্য বজায় রাখবে। রাহুল ত্রিপাঠিও ওপেনার হিসেবে আক্রমণাত্মক হতে পারে। আমি উভয় পজিশনে খেলতে পারি।'


promotional_ad

স্পিনারদের প্রশংসায় তিনি আরও বলেন, 'আমাদের স্পিনাররা ঠিকঠাক বল করেছিল। নিলামের পর চিপকে তাদের একসাথে বোলিং দেখে আমরা সত্যিই উত্তেজিত ছিলাম। খলিল গত ২-৩ বছর ধরে ভালো করছে, সে অভিজ্ঞ। নূর একজন এক্স-ফ্যাক্টর এবং তাকে দলে পেয়ে ভালো লাগছে। ধোনি এখনও একই রকম আছে, সে এই বছর আরো ফিট এবং এই বছর নেটে আরও ছক্কা মারছে।'


ম্যাচটিতে দলীয় ৩৬ রানে তিন উইকেট হারানোর পর ৮৭ রানে নিজেদের চতুর্থ উইকেট হারায় মুম্বাই। ২৬ বলে ২৯ রান করা সূর্যকুমারকে তড়িৎ বেগে স্টাম্পিং করেন মহেন্দ্র সিং ধোনি। নূরের সেটাই প্রথম শিকার। এরপর মুম্বাই ১১৮ রানে পৌঁছাতে পৌঁছাতে টানা আরও তিন উইকেট নেন তিনি।


ম্যাচসেরার পুরষ্কার নিতে এসে নূর বলেন, 'সারা বিশ্বে খেলতে পারাটা দারুণ লাগছে কিন্তু সিএসকে-র হয়ে খেলতে পারাটা বিশেষ কিছুই। মাঝে মাঝে মনে হতো ওরা আমাকে নিচ্ছে না (একাদশে), তবে আমি আমার বোলিংয়ে মনোযোগ দিচ্ছিলাম। আমার প্রিয় ছিল সূর্যের উইকেট, মাহি ভাইয়ের স্টাম্পিং ছিল অসাধারণ। স্টাম্পের পিছনে মাহি ভাই থাকাটা দারুণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball