promotional_ad

আমি হুইলচেয়ারে থাকলেও চেন্নাই আমাকে নেবে: ধোনি

চেন্নাই সুপার কিংসের অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
৪৩ বছর পেরিয়ে গেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্ব ছাড়লেও এখনো অবসরের ঘোষণা দেননি এই উইকেটরক্ষক। এবারের আইপিএলেও অবশ্য অবসর ভাবনার কথা জানাননি ধোনি। হুইলচেয়ারে থাকলেও চেন্নাইয়ের হয়ে মাঠে নামার ঘোষণা দিলেন তিনি।

promotional_ad

নিজের ফিটনেস এবং ক্রিকেট খেলাটা চালিয়ে যাওয়ার জন্য অনেক মরিয়া ধোনি। বয়স যেন একপ্রকার হারই মেনেছে এই উইকেটরক্ষক ব্যাটারের কাছে। শেষ কয়েক বছর ধরে আইপিএল থেকে ধোনির অবসরের গুঞ্জন শোনা গেলেও এ বছরও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপাবেন দলটির সাবেক এই অধিনায়ক।


আরো পড়ুন

১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি

১৫ এপ্রিল ২৫
১১ বলে অপরাজিত ২৬ রান করেন ধোনি

২০২৩ সালের আইপিএলে নিকট অতীতের সবচেয়ে বড় বাধা আসে ধোনির সামনে। সেই সময়ে হাঁটুর চোটে পড়েন তিনি। আসর শেষ করে অস্ত্রোপচারের টেবিলেও যেতে হয় তাকে। পরের বছর ঠিকই আইপিএলে ফিরেন ধোনি, নেতৃত্ব ছেড়ে আট নম্বরে খেলে ২২০ স্ট্রাইক রেটে করেন ১৬১ রান।


promotional_ad

এবারের আইপিএলেও এখন পর্যন্ত অবসর ভাবনা দেখা যায়নি ধোনির মনে, 'আমি যত দিন পারি সিএসকের (চেন্নাই সুপার কিং) হয়ে খেলতে চাইব। এটাই আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারেও থাকি, তাহলে এই টান আমাকে নিয়ে আসবে।'


আরো পড়ুন

২ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাইয়ে ব্রেভিস

১৭ মিনিট আগে
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে ডেওয়াল্ড ব্রেভিসের, ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটকে মহেন্দ্র সিং ধোনি বিদায় বলেছেন সেই ২০১৯ সালেই। এরপর আইপিএল ব্যতিত খেলেননি অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সারাবছর ক্রিকেটে না থেকেও আইপিএল শুরু হওয়ার মাসখানেক আগে অনুশীলনে নামেন তিনি।


আজ ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে চেন্নাই। এই আসরেও ধোনির সামনে আছে ইতিহাস গড়ার হাতছানি। আর ১৯ রান করলে সুরেশ রায়নাকে ছাড়িয়ে হয়ে যাবেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক। রায়না ক্যারিয়ার শেষ করেছিলেন চার হাজার ৬৮৭ রান নিয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball