promotional_ad

‘ধোনি সবার আগে অনুশীলনে যায়, একদম শেষে মাঠ ছাড়ে’

চেন্নাই সুপার কিংসের অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
আন্তর্জাতিক ক্রিকেটকে মহেন্দ্র সিং ধোনি বিদায় বলেছেন সেই ২০১৯ সালেই। এরপর আইপিএল ব্যতিত খেলেননি অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সারাবছর ক্রিকেটে না থেকেও ৪৩ বছর বয়সে দারুণ ফিট তিনি। এই বয়সে তার এমন ফিটনেসের প্রশংসা করেছেন হরভজন সিং।

promotional_ad

ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ধোনির নেতৃত্বে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ জেতা হরভজন। আর সেখানেই ধোনির ফিটনেসের প্রসঙ্গ উঠে আসে। কয়েকদিন আগে নাকি নিজেই ধোনিকে ফিটনেস নিয়ে জিগ্যেস করেছিলেন হরভজন।


আরো পড়ুন

এখনো অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি

৮ মে ২৫
এখনো অবসরের সিদ্ধান্ত নেননি মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো

সাবেক এই স্পিনার বলেন, 'কদিন আগে আমাদের এক বন্ধুর মেয়ের বিয়েতে ধোনির সঙ্গে আমার দেখা হয়েছিল। তাকে খুব ফিট এবং শক্তিশালী দেখাচ্ছিলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই বয়সে এসেও তুমি যেটা করে যাচ্ছো, এটা কি কঠিন নয়? উত্তরে সে আমাকে বললো, হ্যাঁ, কাজটা কঠিন। কিন্তু এটাই একমাত্র কাজ যা করতে আমি ভালোবাসি। এতে আমি আনন্দ খুঁজে পাই। আমি এটাই করতে চাই এবং খেলাটা চালিয়ে যেতে চাই।'


promotional_ad

নিজের ফিটনেস এবং ক্রিকেট খেলাটা চালিয়ে যাওয়ার জন্য অনেক মরিয়া ধোনি। বয়স যেন একপ্রকার হারই মেনেছে এই উইকেটরক্ষক ব্যাটারের কাছে। শেষ কয়েক বছর ধরে আইপিএল থেকে ধোনির অবসরের গুঞ্জন শোনা গেলেও এ বছরও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপাবেন দলটির সাবেক এই অধিনায়ক।


আরো পড়ুন

আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ

৮ মে ২৫
ব্রেভিসকে আউট করার পর উদযাপনে বরুণ চক্রবর্তী, আইপিএল

সারা বছর ক্রিকেট না খেললেও, ৪৩ বছর বয়সে এসেও কীভাবে ধোনি খেলার প্রস্তুতি নেন, সে কথাও দর্শকদের জানান হরভজন। তার মতে, ধোনি অন্য সবার থেকে ভালো করছে। তিনি অটো চয়েজ হিসেবে দলে জায়গা করেননি, বরঞ্চ নিজের সামর্থ্য দেখিয়ে খেলছেন বলেই বিশ্বাস হরভজনের।


'সে আরো মাস দুয়েক আগে থেকে নিজের অনুশীলন শুরু করেছে। আপনি যত বেশি অনুশীলন করবেন, তত ভালো টাইমিং করাতে পারবেন ব্যাটে। তত বেশি ছক্কা হাঁকাতে পারবেন। চেন্নাই সুপার কিংসের অনুশীলনে সে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা ব্যাটিং অনুশীলন করছে। এই বয়সেও সে সবার আগে অনুশীলনের জন্য মাঠে আসে এবং সবার পর মাঠ ছাড়ে। এটাই সবার সাথে ধোনির পার্থক্য।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball