‘ধোনি সবার আগে অনুশীলনে যায়, একদম শেষে মাঠ ছাড়ে’

ছবি: চেন্নাই সুপার কিংসের অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো

ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ধোনির নেতৃত্বে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ জেতা হরভজন। আর সেখানেই ধোনির ফিটনেসের প্রসঙ্গ উঠে আসে। কয়েকদিন আগে নাকি নিজেই ধোনিকে ফিটনেস নিয়ে জিগ্যেস করেছিলেন হরভজন।
৬ বছর আগের ঘটনাকে ধোনি বললেন, ‘বড় ভুল ছিল’
১৭ মার্চ ২৫
সাবেক এই স্পিনার বলেন, 'কদিন আগে আমাদের এক বন্ধুর মেয়ের বিয়েতে ধোনির সঙ্গে আমার দেখা হয়েছিল। তাকে খুব ফিট এবং শক্তিশালী দেখাচ্ছিলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই বয়সে এসেও তুমি যেটা করে যাচ্ছো, এটা কি কঠিন নয়? উত্তরে সে আমাকে বললো, হ্যাঁ, কাজটা কঠিন। কিন্তু এটাই একমাত্র কাজ যা করতে আমি ভালোবাসি। এতে আমি আনন্দ খুঁজে পাই। আমি এটাই করতে চাই এবং খেলাটা চালিয়ে যেতে চাই।'

নিজের ফিটনেস এবং ক্রিকেট খেলাটা চালিয়ে যাওয়ার জন্য অনেক মরিয়া ধোনি। বয়স যেন একপ্রকার হারই মেনেছে এই উইকেটরক্ষক ব্যাটারের কাছে। শেষ কয়েক বছর ধরে আইপিএল থেকে ধোনির অবসরের গুঞ্জন শোনা গেলেও এ বছরও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপাবেন দলটির সাবেক এই অধিনায়ক।
আইপিএলের আগে চেন্নাইয়ের সহকারী বোলিং কোচের দায়িত্বে শ্রীরাম
২৪ ফেব্রুয়ারি ২৫
সারা বছর ক্রিকেট না খেললেও, ৪৩ বছর বয়সে এসেও কীভাবে ধোনি খেলার প্রস্তুতি নেন, সে কথাও দর্শকদের জানান হরভজন। তার মতে, ধোনি অন্য সবার থেকে ভালো করছে। তিনি অটো চয়েজ হিসেবে দলে জায়গা করেননি, বরঞ্চ নিজের সামর্থ্য দেখিয়ে খেলছেন বলেই বিশ্বাস হরভজনের।
'সে আরো মাস দুয়েক আগে থেকে নিজের অনুশীলন শুরু করেছে। আপনি যত বেশি অনুশীলন করবেন, তত ভালো টাইমিং করাতে পারবেন ব্যাটে। তত বেশি ছক্কা হাঁকাতে পারবেন। চেন্নাই সুপার কিংসের অনুশীলনে সে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা ব্যাটিং অনুশীলন করছে। এই বয়সেও সে সবার আগে অনুশীলনের জন্য মাঠে আসে এবং সবার পর মাঠ ছাড়ে। এটাই সবার সাথে ধোনির পার্থক্য।'