লারাদের হারিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স জিতল শচিনের ভারত

লারাদের হারিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স জিতল শচিনের ভারত, ফাইল ফটো
সাবেকদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্সে শিরোপা জিতল ভারত। রায়পুরের ফাইনালে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স দলকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শচিন টেন্ডুলকারের ভারত মাস্টার্স দল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির পর আরেকটি শিরোপার সাক্ষাৎ পেল ভারত।

promotional_ad

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসর ছিল এটি। অভিষেক টুর্নামেন্টে বাড়তিভাবে নজর কেড়েছে লারা এবং শচিনের মুখোমুখি হওয়াটা। ক্রিকেট ইতিহাসের আগের প্রজন্মের সেরা দুই ব্যাটারের ব্যক্তিগত লড়াইয়ের মতো এই ম্যাচেও এগিয়ে থাকলেন শচিন।


আরো পড়ুন

‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’, মুল্ডারকে লারা

১১ জুলাই ২৫
ব্রায়ান লারা (বামে) ও উইয়ান মুল্ডার (ডানে), ফাইল ফটো

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে সাত উইকেটে ১৪৮ রান। লারা অবশ্য এ দিন তেমন কিছুই করতে পারেননি। ওপেন করতে নেমে করেন ছয় বলে ছয় রান।


দলটির হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৫৭ রান আসে চারে নামা লেন্ডল সিমন্সের ব্যাটে। এ ছাড়া ৩৫ বলে ৪৫ রান করেন হার্ডহিটার ওপেনার ডোয়াইন স্মিথ। ভারতীয় পেসার বিনয় কুমার ২৬ রানে তিন উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন শাহবাজ নাদিম।


promotional_ad

লক্ষ্য তাড়া করতে নেমে আম্বাতি রাইডুর সঙ্গে উদ্বোধনী জুটিতেই ৭.৫ ওভারে ৬৭ রানে এনে দেন শচিন। ১৮ বলে ২৫ রান করে টিনো বেস্টের বলে ওয়ালটনকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার।


এরপর গুরকিরাট সিং মান ১৪ রানে ফিরে গেছেন। ৫০ বলে ৭৪ রান করেন রাইডু। তখন জয় পায় হাতের মুঠোয় ভারতীয়দের। যদিও পরের বলে শূন্য রানে ফিরে যান ইউসুফ পাঠানও। যদিও ভারতকে সেটি লক্ষ্য থেকে দূরে সরাতে পারেনি।


 ১৮তম ওভারের প্রথম বলে জয় পেয়ে যায় ভারত মাস্টার্স। যুবরাজ সিং ১১ বলে ১৩ রান তুলে অপরাজিত থাকেন। সঙ্গে ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট বিনি। ক্যারিবিয়ানদের হয়ে ২২ রান খরচায় দুই উইকেট নেন অ্যাশলে নার্স।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball