promotional_ad

প্লে অফে কে কার মুখোমুখি হচ্ছে?

চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে শনিবার। ৪২ ম্যাচের লড়াই শেষে চারটি দল প্লে অফে জায়গা করে নিয়েছে। শেষ চারে কোন চার দল জায়গা করে নিচ্ছে সেটা নিশ্চিত করার জন্য অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগং কিংস।

promotional_ad

এর ফলে এলিমিনেটরে খেলতে হচ্ছে রংপুর রাইডার্সকে। অন্যদিকে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লে অফে খেলা চতুর্থ দল খুলনা টাইগার্স। শেষদিন সর্বশেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা। তাদের সঙ্গে পয়েন্ট টেবিলে লড়াই জমেছিল দুর্বার রাজশাহীর। শেষ পর্যন্ত ৬ জয়ে দুই দলেরই সমান ১২ পয়েন্ট ছিল।


আরো পড়ুন

ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু বেশি ফলো করি: শামীম

১২ ঘন্টা আগে
বরিশালের বিপক্ষে ইনিংসের মাঝ পথে শামীম, ক্রিকফ্রেঞ্জি

যদিও নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকায় পরের পর্বের টিকিট কেটেছে ‍খুলনা। রাজশাহীর গ্রুপ পর্বের ম্যাচ বেশ কদিন আগেও শেষ হলেও তাদের অপেক্ষায় থাকতে হয়েছিল গ্রুপ পর্বের শেষদিন পর্যন্ত। এদিকে কপাল পুড়েছে রংপুরের। তারা সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ হারিয়েছে প্রথম ৮ ম্যাচে জয়ের পরও।



promotional_ad

কারণ গ্রুপ পর্বের শেষ চার ম্যাচেই হেরেছে নুরুল হাসান সোহানের দল। যদিও সবার আগে তারাই প্লে অফের টিকিট পেয়েছিল। সোমবার থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ রাউন্ড। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা রংপুর-খুলনা। এদিনই সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দুই টেবিল টপার বরিশাল ও চিটাগং।


আরো পড়ুন

'ছন্দ ধরে রাখতে পারিনি', ঢাকার ব্যর্থতা নিয়ে সাব্বির

১ ফেব্রুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে সাব্বির রহমান, বিসিবি

প্রথম কোয়ালিফায়ারে যে দল জয় পাবে তারা সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। যদিও হারের স্বাদ পাওয়া দলটিরও ফাইনালে খেলার সুযোগ থাকবে। তারা এলিমিনেটরে জয় পাওয়া দলের বিপক্ষে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেই ম্যাচে জয়ী দল ফাইনালে মাঠে নামবে প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনালে জায়গা করে নেয়া দলের বিপক্ষে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball