ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু বেশি ফলো করি: শামীম
ছবি: বরিশালের বিপক্ষে ইনিংসের মাঝ পথে শামীম, ক্রিকফ্রেঞ্জি
সাধারণত বাংলাদেশে এমন ব্যাটার খুব একটা দেখা যায় না। বাংলাদেশের ক্রিকেটাররা প্রথাগত শটই খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এক্ষেত্রে ব্যতিক্রম শামীম। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন শামীম।
প্লে অফে কে কার মুখোমুখি হচ্ছে?
৯ ঘন্টা আগেআর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলেছেন ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস। দুটো ইনিংসেই শামীমের বেশ কিছু শট যেন এবি ডি ভিলিয়ার্সের কথাই মনে করিয়ে দিয়েছে। শামীম নিজেও জানিয়েছেন তিনি ভিলিয়ার্সকে একটু বেশিই অনুসরণ করেন।
বরিশালের বিপক্ষে ম্যাচের পর শামীম বলেছেন, ‘এবি ডি ভিলিয়ার্স বলতে আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি। আমার অনেক ভালো লাগে স্পেশালি।’ এদিকে ব্যাটিংয়ের পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘পরিবর্তন বলতে তেমন কিছুই না। জাস্ট হেড পজিশন আর এলবোটা ঠিক করেছি।’
বিপিএলে এবার মাঠের ক্রিকেট থেকে বাইরের বিভিন্ন ঘটনা নিয়েই আলোচনা হচ্ছে বেশি। এসব ঘটনায় নাম জড়িয়েছে চিটাগং কিংসেরও নাম। তবে মাঠের বাইরে যতই সমালোচনা থাকুক পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে নাম লিখিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শামীম নিজেদের দলের অবস্থা জানিয়ে বলেছেন, ‘আমাদের দলের পরিবেশও অনেক ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। আমরা ওগুলোর দিকে তাকাইনি। আমরা শুধু খেলার মধ্যে ছিলাম। টিম বন্ডিংটাও এ জন্য অনেক ভালো ছিল।’
আগামী সোমবার প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ফাইনালে খেলার আশা নিয়ে এই ব্যাটার বলেন, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী। দেখা যাক কী হয়। অবশ্যই (এই জয়) হেল্প করবে। আমরা যেহেতু এই ম্যাচটা জিততে পেরেছি, একটু বাড়তি আত্মবিশ্বাস থাকবে।’