promotional_ad

কর্নওয়ালের পর চোটে বিপিএল শেষ টপলির

প্রথমবার বিপিএল খেলতে এসে হতাশা নিয়ে ফিরতে হলো রিস টপলিকে, ক্রিকফ্রেঞ্জি
সিলেট পর্ব শেষ হওয়ার পর কুঁচকির চোট নিয়ে বিপিএল ছেড়েছেন রাকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারের পর রিস টপলিকেও হারাল সিলেট স্ট্রাইকার্স। ডান হাঁটুর হাইপারএক্সটেনশন ইনজুরি, হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোট নিয়ে বিপিএল ছাড়লেন ইংলিশ পেসার টপলি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট।

promotional_ad

২০২৩ সালে ফরচুন বরিশালের হয়ে প্লে-অফের ম্যাচ খেলতে আসার কথা ছিল টপলির। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের লিগে খেলতে আসা হয়নি ইংলিশ এই পেসারের। বছর দুয়েক পর টপলি বিপিএলে এসেছেন সিলেটের জার্সিতে। তবে প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে সুখস্মৃতি নিয়ে ফিরতে পারলেন না ইংল্যান্ডের হয়ে ৩০ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলা এই পেসার। 


আরো পড়ুন

খুলনার প্লে অফের পথ কঠিন করে রংপুরের আরও কাছে বরিশাল

২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

৯ ম্যাচের মাত্র দুটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে সিলেট। দল হিসেবে যেমন ভালো হয়নি তেমনি ব্যক্তিগতভাবেই আলো ছড়াতে পারেননি টপলি। সিলেটের হয়ে ৭ ম্যাচে ৯.৭৫ ইকনোমি রেট এবং ৬৩ গড়ে নিয়েছেন মাত্র ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর এবার চোটে বিপিএল ছাড়তে হলো তাকে। 


ডান হাঁটুর হাইপারএক্সটেনশন ইনজুরির পাশাপাশি হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোটে ভুগছেন টপলি। এমন অবস্থায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ ছেড়েছেন ৩০ বছর বয়সী ইংলিশ এই পেসার। টপলির আগে চোট নিয়ে বিপিএল ছেড়েছেন সিলেটের ক্যারিবীয় অলরাউন্ডার কর্নওয়াল। ১৫ জানুয়ারি তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন। 



promotional_ad

চোট যেন পিছুই ছাড়ছে না সিলেটের। তাদের দুজনের পাশাপাশি চোটে ভুগছেন তানজিম হাসান সাকিব। সিলেটের পেস বোলিং ইউনিটের দায়িত্ব তার কাঁধে থাকলেও চোটের কারণে চট্টগ্রাম পর্বে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। এ ছাড়া নাহিদুল ইসলাম (পিঠে), জাকির হাসান (হাটু), জাকের আলী অনিক (পিঠ) এবং জর্জ মানজি আঙুলের চোটে ভুগছেন।


আরো পড়ুন

রাজশাহীর বিদেশিদের চেয়ে দেশিরাই ভালো ছিল: আশরাফুল

৮ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আশরাফুল, বিসিবি

যদিও চোট নিয়েই সবশেষ কয়েকটি ম্যাচে খেলেছেন জাকির, মানজি এবং জাকের। দলে এত বেশি চোট থাকায় সবশেষ ম্যাচ শেষ হতাশা প্রকাশ করেছিলেন আরিফুল হক। সিলেটের অধিনায়ক সেদিন জানিয়েছিলেন, ব্যাক আপ ক্রিকেটার না থাকায় এক প্রকার ভাঙা-চোরা দল নিয়ে খেলতে হচ্ছে তাদের। 


এ প্রসঙ্গে আরিফুল বলেছিলেন, ‘(নিজেদের) দুর্ভাগা তো মনে হচ্ছেই। রাকিমের (কর্নওয়াল) পুরো মৌসুম খেলার কথা ছিল। সেও এসে চোট পেয়ে চলে গেল। এখন দলের সবাই মনে হয় ইনজুরড। ব্যাক-আপ ক্রিকেটার বলতে কেউ নেই। ভাঙাচোরা (দল) নিয়েই খেলতে হচ্ছে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball