promotional_ad

আর কয়েকটি ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নিতে চায় খুলনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
খুলনা টাইগার্সের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি
জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিল। অনেক দলই নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া। পিছিয়ে পড়া দলগুলো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে পয়েন্ট টেবিলের উপরের দিকে জায়গা করে নেয়ার। ৭ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে খুলনা টাইগার্স।

promotional_ad

শেষ চারে জায়গা করে নিতে বাকি ম্যাচগুলোতে পা হড়কানোর খুব একটা সুযোগ নেই মেহেদী হাসান মিরাজের দলের। সামনের কয়েকটি ম্যাচে জিতে পরের রাউন্ডে কোয়ালিফাই করাই দলটির প্রধান লক্ষ্য, গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন আফিফ হোসেন।


আরো পড়ুন

বিপিএলে এবারও টপ অর্ডারে খেলতে চান আফিফ

২৯ ডিসেম্বর ২৪
গণমাধ্যমে কথা বলছেন আফিফ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

দলটির এই অলরাউন্ডার বলেন, 'সবারই লক্ষ্য কোয়ালিফাই করা। আমাদেরও লক্ষ্য সেটাই। পয়েন্ট টেবিলে আমরা আপাতত ভালো অবস্থানেই আছি। আশা করি আমরা আর কয়েকটি ম্যাচে জিততে পারলে কোয়ালিফাই করে আমরা পরবর্তী রাউন্ডে যাবো।'


বিপিএলে রাতের ম্যাচগুলোতে অনেক সময়ই শিশির ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছে। ফলে রাতের ম্যাচ টসও মুখ্য হয়ে দাঁড়াচ্ছে অনেক সময়। তবে আফিফের বিশ্বাস চট্টগ্রামে যেহেতু খুব বেশি শিশির পড়ছে না তাই টস নিয়ে এতো ভাবার কোনো কারণ নেই।



promotional_ad

তিনি বলেন, 'সিলেটে অতিরিক্ত ডিউ হচ্ছিল। এখানে এতোটা হচ্ছে না সিলেটের মতো। আমরা এখানে টসে জিতে আগে ব্যাটিং করে ম্যাচ জিতেছি। আমি মনে করি না টস কোনো ফ্যাক্টর হবে। আমরা যদি পরিকল্পনা করে বোলিং এবং ব্যাটিং করতে পারে তাহলে মনে হয় না সমস্যা হওয়ার কথা।'


আরো পড়ুন

খুলনার টানা ৪ হার, দুইয়ে চিটাগং

১৬ জানুয়ারি ২৫
হেরেই চলেছে খুলনা টাইগার্স

আফিফ বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিতে পারেননি তিনি। আফিফ জানিয়েছেন গত ৭-৮ মাস আত্মবিশ্বাসহীনতায় ভুগছিলেন তিনি। তবে আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না তার।


তিনি বলেন, 'গত ৭-৮ মাস একটু সমস্যা হচ্ছিল আত্মবিশ্বাস নিয়ে। আমাদের লাস্ট কোচ যখন ছিল আত্মবিশ্বাস নিয়ে তার সঙ্গে কাজ করেছিলাম। সত্যি কথা বলতে সমস্যা হচ্ছিল।  আমার মনে হয় না এখন কোনো সমস্যা হচ্ছে। খুবই ভালো একটি ছন্দে আছি। যা নিয়ে কাজ করেছি আশা করছি সামনে এটা আমাকে আরও ভালো পারফরম্যান্স দেবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball