promotional_ad

আমার সঙ্গে মালানের কিছুই হয়নি: তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তামিম ইকবাল (বামে), ডেভিড মালান (ডানে), ক্রিকফ্রেঞ্জি
রবিবার ফরচুন বরিশালের বোলারদের তোপে ৮ উইকেটে ১২১ রানেই থেমে গিয়েছিল চট্টগ্রাম কিংসের ইনিংস। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই বিপদে পড়ে বরিশাল। রান আউটে কাঁটা পড়েন ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।

promotional_ad

রানের জন্য তামিমকে কল দিয়েছিলেন মালানই। তবে তামিম রান নিতে দৌড়ে উইকেটের মাঝামাঝি এসে যাওয়ার পর কোনো সাড়াশব্দ রান করেই আবারও স্ট্রাইকিং প্রান্তে ফিরে যান মালান। সেই সুযোগে তামিমকে রান আউট করে দেয় চট্টগ্রাম।


আরো পড়ুন

বিপিএলকে এগিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজির ফ্যানবেস চান তামিম

১৬ জানুয়ারি ২৫
সিলেটে বেশিরভাগ ম্যাচেই কানায় কানায় পরিপূর্ণ ছিল গ্যালারি, ক্রিকফ্রেঞ্জি

এমন আউটের পর কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন তামিম। ইঙ্গিতে বুঝিয়ে দেন ‘তোমরাই তো কল ছিল, এইটা কিছু হলো।’ এরপর হাত উচিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা যায় মালানকে। তামিমও আর কথা না বাড়িয়ে ফিরে যান ড্রেসিং রুমে। তবে অনেকেই মনে করেছেন এই ঘটনায় তামিমের সঙ্গে মনমালিন্য হয়েছে মালানের।


যদিও এক স্ট্যাটাসের মাধ্যমে তামিম নিশ্চিত করেছেন তার সঙ্গে মালানের কোনো ঝামেলা হয়নি। তামিম লিখেছেন, 'অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!'



promotional_ad

তিনি যোগ করেন, 'মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায়  ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!'


আরো পড়ুন

ফাহিম-রিপনের দুর্দান্ত বোলিংয়ের পর মালানের ব্যাটে জিতল বরিশাল

১৯ জানুয়ারি ২৫
দারুণ ইনিংস খেলার পথে ডেভিড মালান, ক্রিকফ্রেঞ্জি

চলতি বিপিএলে এর আগেও বেশ কয়েকবার তামিমের নাম এসেছে আলোচনায়। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ হারের পর অ্যালেক্স হেলসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। এ ছাড়া ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফিল্ডিংয়ে থাকা সাব্বির রহমানের ওপর চড়াও হতে দেখা যায় তাকে। যদিও তামিমের দাবি টিভিতে অল্প কিছুক্ষণের দৃশ্য দেখে আসল ঘটনা বোঝা সম্ভব নয়।


তামিম এ প্রসঙ্গে লিখেছেন, 'এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball