promotional_ad

ডেথ ওভার নিয়ে চিন্তায় বরিশাল

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মিজানুর রহমান বাবুল, ক্রিকফ্রেঞ্জি
ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৭১ রান করতে হতো রংপুর রাইডার্সকে। উইকেটে ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ থাকায় জয়ের স্বপ্নে বিভোর ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। খান জাহানদাদের করা ১৬তম ওভারে ১৬ রান নিয়ে সেই স্বপ্নট আরও জিইয়ে দিয়েছিলেন তারা দুজন। তবে ১৮তম ওভারে ইফতিখারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি। ডানহাতি ব্যাটারকে আউট করার পাশাপাশি সেই ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন পাকিস্তানের এই পেসার।

promotional_ad

শেষ ১২ বলে যখন ৩৯ রান করতে হবে তখন খুশদিল, নাঈম হাসান এবং শেখ মেহেদীর উইকেট তুলে নিয়ে ফরচুন বরিশালকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন জাহানদাদ। টানা দু’বার বরিশালকে হারাতে শেষ ওভারে ২৬ রানের সমীকরণ মেলাতে হতো রংপুরকে। কাইল মেয়ার্সের এক ওভারে তিনটি করে ছক্কা ও চার মেরে নুরুল হাসান সোহান সেই সমীকরণ মিলিয়েছেন ৩০ রান তুলে। 


আরো পড়ুন

এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর

১১ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ, জাহানদাদের মতো পেসার থাকার পরও ৫ ওভারে ৭১ রান আটকাতে না পারায় অনুমেয়ভাবেই হতাশ বরিশাল। তবে শুধু রংপুরের ম্যাচ নয় একেবারে উদ্বোধনী দিনে ৭৫ রান দিয়েছিলেন বরিশালের পেসাররা। ফলে চট্টগ্রাম পর্ব শুরুর আগে ডেথ ওভারে ভালো বোলিং করতে না পারা চিন্তায় ফেলছে বর্তমান চ্যাম্পিয়নদের। শাহীন আফ্রিদির চলে যাওয়া আরও ভোগাতে পারে তাদের। 



promotional_ad

ডেথ ওভারের বোলিং নিয়ে বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘ডেথ ওভার নিয়ে কিছুটা চিন্তিত। এই জায়গাটা নিয়ে কাজ করছি। এই জায়গাটা ঠিক হলে বলবো যে, আমরা দল হিসেবে পুরোপুরি ঠিক আছি। উইকেট সিলেটের মতোই হবে মনে হচ্ছে। ব্যাটাররা বেশি স্বাচ্ছন্দ্যে বোধ করবে। বোলাররা সঠিক লাইনে বল করতে পারলে ভালো করবে। ট্রু উইকেট বলা যায়।’


আরো পড়ুন

চিটাগংয়ের কাছে এখনও ৫০ শতাংশ পারিশ্রমিক পাওনা শরিফুল-ইমনদের

১৪ মার্চ ২৫
চিটাগং কিংস

বিপিএলের চলমান আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে বরিশাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে তিন জয় পাওয়ায় বরিশালকে তিনে ঠেলে দুইয়ে আছে চিটাগং কিংস। চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালস, চিটাগং এবং খুলনা টাইগার্সের সঙ্গে খেলে পয়েন্ট টেবিলে নিজের অবস্থান আরও ভালো করার সুযোগ থাকছে বরিশালের হাতে। আপাতত একটি করে ম্যাচ চিন্তা করলেও গত মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ায় কোন চাপ নিচ্ছেন না মিজানুর। 



এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমাদের তিনটা ম্যাচ আছে। একটা একটা করে চেষ্টা করবো তিনটা ম্যাচই জেতার। খেলোয়াড়রা সকলে ভালো আছে। দু’জন চলে গেছেন। জেমস ফুলার জয়েন করেছে। আমরা ভালো পজিশনে আছি। গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় কোন চাপ অনুভব করছি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball