সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির
ছবি: গণমাধ্যমে কথা বলছেন জাকির হাসান, ক্রিকফ্রেঞ্জি
আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে সিলেট। প্রথম তিন ম্যাচে গোছানো পারফরম্যান্স করতে পারেনি দলটি। কখনো ব্যাটারদের বাজে পারফরম্যান্স, কখনো বোলারদের খারাপ পারফরম্যান্স পিছিয়ে দিয়েছে তাদের।
তারপরও সিলেটকে স্বস্তি দিয়েছে তাদের শেষ জয়টি। ঢাকার ছুঁড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জাকির হাসান। সাতটি চার ও তিনটি ছক্কায় সাজানো তার ইনিংসেই জয় পেয়েছে দলটি।
ম্যাচ শেষে জাকির বলেন, 'উইকেট ভালো ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে জোনে পড়লে মারা যাবে। আমি ওইভাবেই পরিকল্পনা করার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে যেহেতু ওরা ব্যাটিং করেছে। উইকেটটি দেখে নেয়ার চেষ্টা করেছিলাম। আর আমার যেগুলো জোনে পেয়েছি ওগুলো চেষ্টা করেছি হিট করার।'
'অনেক বেশি স্বস্তিদায়ক, কারণ দল আশা করছিল যে আমরা একটা ম্যাচ জিতব। ফাইনালি আমরা একটা ম্যাচ জিতেছি। সবচেয়ে বেশি যেটা বলব যে দর্শকরা অকল্পনীয় সমর্থন করেছে পুরো আসরজুড়ে। সবসময় ফুল প্যাকড দর্শক থাকছে। তো খুব উপভোগ করছি। আরও দুটি ম্যাচ বাকি আছে (ঘরের মাঠে), তো ওগুলো জিততে পারলে ভালো লাগবে।'
জাকিরের তাণ্ডবে পাওয়ার প্লে'তে ৭৪ রান তোলে সিলেট। অপরপ্রান্তে তিনটি উইকেট হারালেও একদিন থেকে বেশ ভালোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন এই ব্যাটার। ২৫ বলে হাফ সেঞ্চুরি পান তিনি। এই হাফ সেঞ্চুরিটি জাকির উৎসর্গ করেন সিলেটের দর্শকদের জন্য।
জাকির আরও বলেন, 'ওইভাবে উৎসর্গ করতে চাই না। করলে এখন আপাতত আমাদের ভক্তদের করতে চাই। ওরা আমাদের অনেক সমর্থন করছে, একটু আগে যা বললাম। তাই এই ফিফটি আমি দর্শকদের উৎসর্গ করতে চাই।'