promotional_ad

সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গণমাধ্যমে কথা বলছেন জাকির হাসান, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়েছে দলটি। সিলেট পর্বে নিজেদের অবশিষ্ট দুই ম্যাচে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের বিপক্ষেও জয়ে রাঙাতে চায় দলটি।

promotional_ad

আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে সিলেট। প্রথম তিন ম্যাচে গোছানো পারফরম্যান্স করতে পারেনি দলটি। কখনো ব্যাটারদের বাজে পারফরম্যান্স, কখনো বোলারদের খারাপ পারফরম্যান্স পিছিয়ে দিয়েছে তাদের।


তারপরও সিলেটকে স্বস্তি দিয়েছে তাদের শেষ জয়টি। ঢাকার ছুঁড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জাকির হাসান। সাতটি চার ও তিনটি ছক্কায় সাজানো তার ইনিংসেই জয় পেয়েছে দলটি।


ম্যাচ শেষে জাকির বলেন, 'উইকেট ভালো ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে জোনে পড়লে মারা যাবে। আমি ওইভাবেই পরিকল্পনা করার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে যেহেতু ওরা ব্যাটিং করেছে। উইকেটটি দেখে নেয়ার চেষ্টা করেছিলাম। আর আমার যেগুলো জোনে পেয়েছি ওগুলো চেষ্টা করেছি হিট করার।'


promotional_ad

'অনেক বেশি স্বস্তিদায়ক, কারণ দল আশা করছিল যে আমরা একটা ম্যাচ জিতব। ফাইনালি আমরা একটা ম্যাচ জিতেছি। সবচেয়ে বেশি যেটা বলব যে দর্শকরা অকল্পনীয় সমর্থন করেছে পুরো আসরজুড়ে। সবসময় ফুল প্যাকড দর্শক থাকছে। তো খুব উপভোগ করছি। আরও দুটি ম্যাচ বাকি আছে (ঘরের মাঠে), তো ওগুলো জিততে পারলে ভালো লাগবে।'


জাকিরের তাণ্ডবে পাওয়ার প্লে'তে ৭৪ রান তোলে সিলেট। অপরপ্রান্তে তিনটি উইকেট হারালেও একদিন থেকে বেশ ভালোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন এই ব্যাটার। ২৫ বলে হাফ সেঞ্চুরি পান তিনি। এই হাফ সেঞ্চুরিটি জাকির উৎসর্গ করেন সিলেটের দর্শকদের জন্য।


জাকির আরও বলেন, 'ওইভাবে উৎসর্গ করতে চাই না। করলে এখন আপাতত আমাদের ভক্তদের করতে চাই। ওরা আমাদের অনেক সমর্থন করছে, একটু আগে যা বললাম। তাই এই ফিফটি আমি দর্শকদের উৎসর্গ করতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball