promotional_ad

রান তোলার জন্য আফ্রিদির ওভারকেই লক্ষ্য বানিয়েছিলেন মানজি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
১৩ বলে ২৮ রানের ক্যামিও খেলার পথে মানজি, ক্রিকফ্রেঞ্জি
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একটু বেশিই খরুচে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। চার ওভারে ৪০ রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের এই পাকিস্তানি পেসার। এর মধ্যে একই ওভারে সিলেট স্ট্রাইকার্সকে ২১ রান দেন তিনি। ম্যাচ শেষে উইকেটে এসেই আফ্রিদির ওপর চড়াও হওয়ার কারণ জানিয়েছেন জর্জ মানজি।

promotional_ad

বিপিএলে মঙ্গলবারের ম্যাচটি বরিশাল সাত উইকেটে জিতলেও আফ্রিদির বোলিং ছিল একেবারেই ধারহীন। ইনিংসের পঞ্চম ওভারে রাকিম কর্নওয়ালকে তুলে নিলেও সেই ওভারে নতুন ব্যাটার মানজির কাছে দুটি ছক্কা এবং একটি চারের মার খান তিনি। এ ছাড়া ওয়াইডের মাধ্যমে একটি চারও দেন, যা যোগ হয় অতিরিক্তর খাতায়।


আরো পড়ুন

‘বিদেশিরা সাপোর্ট করছে না, পরিবর্তন আনতেই হবে’

১৭ জানুয়ারি ২৫
সিলেটের বিদেশিরা যেন জ্বলেই উঠতে পারছেন না, ক্রিকফ্রেঞ্জি

সেই ওভারে আফ্রিদির ওপর চড়াও হয়েই মোমেন্টাম খুঁজে পায় সিলেট। সবমিলিয়ে পাওয়ার প্লে'তে দুই উইকেটে ৬০ রান করে দলটি। কর্নওয়াল ফেরার পর উইকেটে এসেই আফ্রিদির ওপর চড়াও হওয়ার কারণ জানিয়েছেন মানজি। মূলত পাওয়ার প্লে'তে দলকে ভালো সংগ্রহ এনে দিতে চেয়েছিলেন স্কটল্যান্ডের এই ক্রিকেটার।


তিনি বলেন, ‘আসলে পাওয়ারপ্লেটা আপনি কাজে লাগাতে চাইবেন। যেই বল করুক না কেন, আপনি তাদের উপর চড়াও হতে চাইবেন। ভালো প্ল্যানে যেতে চাইবেন। তাদের চাপে ফেলতে চাইবেন। হোক তা শাহীন বা অন্য কেউ। অবশ্যই শাহীন দারুণ বোলার, পাকিস্তানের হয়ে ভালো করেছে। সাদা বলে দারুণ। পাওয়ারপ্লে কাজে লাগাতে চেয়েছি আমরা। ভালোই করেছি আজকে পাওয়ারপ্লেতে। যদিও কিছু উইকেট হারাতে হয়েছে। সামনে আশা করছি কমপ্লিট পারফরম্যান্স পাওয়া যাবে।’



promotional_ad

এদিকে চলমান বিপিএলে একদমই ছন্দে নেই সিলেট স্ট্রাইকার্স। বরিশালকে মাত্র ১২৫ রানের লক্ষ্য দিয়ে হেরেছে দলটি। সহজ লক্ষ্য তাড়ায় নেমে সাত উইকেট হাতে রেখে ১০.৩ ওভারে জয় নিশ্চিত করে তামিম ইকবালের দল। এর আগে সিলেট হেরেছে আরও দুটি ম্যাচ। ঘরের মাঠেও পরাজয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে দলটি।


১৩ বলে ২৮ রানের ক্যামিও খেলা মানজি আরও বলেন, ‘আমার মনে হয়, উইকেট বেশ ভালো ছিল। তবুও ভালো উইকেটে ভালোভাবে ব্যাট করতে হবে আপনাকে। আমরা যেভাবে আউট হয়েছি, তা দেখলে বুঝতে পারবেন। আমাদের আরো লম্বা সময় ধরে ব্যাট করা উচিত ছিল। আসলে ৩ ম্যাচেই দেখবেন, আমরা কিছু না কিছু জায়গায় ভালো করেছি। তবে অল্প কিছু জায়গায় খারাপ করেছি, মাঝে মাঝে ফিল্ডিংয়ে, মাঝে মাঝে বোলিংয়ে। আজকে ব্যাটিংটা ভালো হয়নি।’


‘টি-টোয়েন্টিতে জুটি অনেক জরুরি। আপনি চাইবেন না, প্রতিপক্ষকে মোমেন্টাম দিয়ে দিতে। অনেক ইতিবাচক ব্যাপারও রয়েছে ৩ ম্যাচে। যদিও সবগুলোই হেরেছি। আমার মনে হয়, দুটি ম্যাচে আমরা কাগজে-কলমে আমাদের চেয়ে ভালো দলের সাথে খেলেছি। তারাও দারুণ ছিল, দল হিসেবে ভালো করেছে। তাদেরকে আমরা চাপেও রেখেছি কিছু সময়, তবে লম্বা সময় ধরে পারিনি।’ 



এদিকে তিন ম্যাচ হারলেও এখনই টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি বলে মনে করেন মানজি। সামনে আরো সুযোগ দেখছেন তিনি। এ কারণে দলকে পরিকল্পনা কাজে লাগানোর ব্যাপারে জোর দিয়েছেন তিনি। আগামী ১০ জানুয়ারি ঘরের মাঠে সিলেটের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।


মানজি বলেন, ‘অনেক সুযোগ দেখি। কাগজে-কলমে যারা অনেক ভালো দল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারছি। আরো কয়েকটি জায়গায় তাদের চাপে ফেলতে হবে। যদিও আমরা ৩ ম্যাচই হেরেছি, তবে অনেক ইতিবাচক দিক রয়েছে। প্ল্যান এ টা কাজে লাগাতে হবে, বেশি সময় ধরে। তাদের উপর চাপ ধরে রাখতে হবে।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball