promotional_ad

রংপুরের প্রতি কৃতজ্ঞ সাইফের সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান, ক্রিকফ্রেঞ্জি
‘সাইফের অনেক প্রতিভা আছে, তাকে নিয়ে আমি আশাবাদী।’ কদিন আগে সাইফ হাসানের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে এমনটাই বলেছিলেন মিকি আর্থার। সেই সঙ্গে চোটের কারণে সৌম্য সরকার না থাকায় তিন নম্বরে সাইফের জন্য বড় সুযোগ হিসেবেও দেখেছেন রংপুর রাইডার্সের প্রধান কোচ। ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করে কোচ, টিম ম্যানেজমেন্ট সবার আস্থার প্রতিদানও দিচ্ছেন সাইফ।

promotional_ad

বিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪০ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ভালো ব্যাটিং করলেও সেদিন হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি তাঁর। পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে অবশ্য সুবিধা করতে পারেননি। যদিও ফরচুন বরিশালের বিপক্ষে পেয়েছেন বিপিএলের এবারের মৌসুমে নিজের প্রথম হাফ সেঞ্চুরি। অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।


চতুর্থ ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে তো ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সাইফ। ৪৯ বলে খেলেছেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। ৭ ছক্কার সঙ্গে তিনটি চারও মেরেছেন ডানহাতি এই ব্যাটার। অ্যালেক্স হেলসের সঙ্গে গড়েছেন ১৮৬ রানের জুটিও। বিপিএল ইতিহাসে যা যেকোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি। হেলসের আগে হাফ সেঞ্চুরি পেলেও সেঞ্চুরি পাওয়া হয়নি সাইফের। যদিও দল জেতায় সেটার আক্ষেপ নেই তাঁর। 


promotional_ad

ম্যাচ শেষে সাইফ বলেন, ‘উইকেট ভালো ছিল, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি ক্রিজে গিয়ে। যাওয়ার সময় একটু সময় নেওয়ার চেষ্টা করেছি যেহেতু উইকেট ভালো। মাঠ সাধারণত এরকমই থাকে। এনসিএল বা আগেও দেখেছি। বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। এখন আমি মারব এখন তুমি এমন কিছু ছিল না। আক্ষেপ নেই। দল জিতেছে আলহামদুলিল্লাহ।’


বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারদের একজন সাইফ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ৪৪.১৪ গড়ে ৬১৮ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। তিন হাফ সেঞ্চুরির সঙ্গে দুটি সেঞ্চুরিও করেছিলেন তিনি। শেখ জামাল ও রংপুরের মালিকানায় একই প্রতিষ্ঠান। ফলে ডিপিএলের মতো বিপিএলেও সাইফের উপর আস্থা রেখেছে তারা। সেই আস্থার প্রতিদান দিয়েছেন সাইফ নিজেও। তাঁর উপর আস্থা রাখার জন্য রংপুরের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন তিনি।


সাইফ বলেন, ‘সাদা বলে খারাপ পারফরম্যান্স আমি দেখিনি। আল্লাহর রহমতে ভালো করেছি। প্রিমিয়ার লিগে যখনই সুযোগ পেয়েছি ভালো করেছি। বিপিএলে সুযোগ পেয়েছি কম, এবার রংপুর আস্থা রেখেছে ওদের ঘরোয়া দলে ভালো খেলায়। তাদের প্রতি কৃতজ্ঞ। এমন না আমি খারাপ করে আসছি। যখনই সুযোগ পেয়েছি ভালো করার চেষ্টা করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball