promotional_ad

৪ বিদেশিকে শুরু থেকেই পাচ্ছে রংপুর, জানালেন আশরাফুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আশরাফুল, ক্রিকফ্রেঞ্জি
কদিন আগেই গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে এসেছে রংপুর রাইডার্স। এবার ঘরের মাঠে বিপিএলে মাঠে নামতে চলেছে তারা। এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি। তাদের বিদেশি ক্রিকেটাররাও আসা শুরু করে দিয়েছেন।

promotional_ad

বিপিএলের শুরুতেই অ্যালেক্স হেলসসহ চার বিদেশিকে পাচ্ছে রংপুর। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দ্রুতই দলের সঙ্গে যোগ দিচ্ছেন খুশদিল শাহ, স্টিভেন টেইলর ও ইফতিখার আহমেদ।


আশরাফুল বলেছেন, 'অ্যালেক্স হেলসকে আমরা শুরু থেকেই পাচ্ছি। ইফতিখার, খুশদিল ও টেইলর আসছেন। এই চারজনকে আমরা নিয়মিত পাচ্ছি। হারমিত সিং হয়তো দুই তিন ম্যাচ পর আসবে। আকিফ জাভেদও আমাদের পেস আক্রমণে আছে... সে চার পাঁচদিন পরেই আমাদের সঙ্গে যোগ দেবে।'


promotional_ad

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আঙুলের চোটে পড়েছেন সৌম্য সরকার। ইনফর্ম এই ব্যাটারকে ছাড়াই আসর শুরু করতে হচ্ছে রংপুরকে। আর বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ গাজানফারও। মোহাম্মদ সাইফউদ্দিনও গ্লোবাল সুপার লিগে পড়েছিলেন চোটে।


সাইফউদ্দিনকে শুরু থেকেই পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আশরাফুল বলেছেন, 'সাইফউদ্দিন আসলে গ্লোবাল টি-টোয়েন্টিতে চোটে পড়েছিল। সেখানে একটু ব্যথা অনুভব করছিল। সেখানে সব ধরণের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। আমরা আশা করছি বিপিএলের প্রথম ম্যাচ থেকে সে খেলতে পারবে। সে ব্যক্তিগতভাবে অনুশীলন করছে।'
   
সৌম্যর চোট নিয়ে আশরাফুল বলেছেন, 'আমরা শুনেছিলাম ১০-১২ দিন পর তার সেলাই খোলা হবে। কয়েকটা ম্যাচ মিস করবে। শুধু সেলাইয়ের ওই অংশটা ভালো হয়ে গেলে ফিরতে পারবে। আমরা আশা করছি সিলেটে আমাদের যে চারটি ম্যাচ আছে সেখানে শেষ দিকে হয়তোবা তাকে পাব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball