promotional_ad

সিপিএলে ক্রিকেটারদের পূর্ণাঙ্গ মূল্য তালিকা

promotional_ad

আগামি আগস্ট মাসের ৮ তারিখ থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসরের। ছয় দলের অংশগ্রহনে এই টুর্নামেন্ট চলবে  ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।


এই আসরকে সামনে রেখে গত পহেলা মার্চ লন্ডনে বিশ্বসেরা সব ক্রিকেটারদের উপস্থিতির মধ্য দিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো সিপিএল ড্রাফট। সেই ড্রাফট থেকে চড়া মূল্যে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস দলটি।


মোট ১ লাখ ৩০ হাজার ডলারে সাকিবকে নিয়েছে বার্বাডোজ। এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদকে ৭০ হাজার ডলারে দলে টেনেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস। মূলত মূল্যের দিক থেকে সচারচর দেশীয় ক্রিকেটারকেই বেশি প্রাধান্য দিয়ে লিগটির আয়োজন করেছে ব্যবস্থাপকরা।


দামের দিক থেকে দেশী ক্রিকেটারের ভেতর এগিয়ে রয়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, লেন্ডন সিমন্সরা। আর বিদেশী ক্রিকেটারের ভেতর চড়া দামে রয়েছেন কিউই ওপেনার মারটিন গাপটিল এবং পাকিস্তানি পেসার সোহেল তানভির।


এবছরই রেকর্ড ২২৭ জন বিদেশী ক্রিকেটার এবং ক্যারিবিয়ান ১২১ জন ক্রিকেটার প্লেয়ার ড্রাফটে উঠেছিল। যাদেরকে নিলামের মাধ্যমে দলে ভিড়িয়েছে ভিন্ন ভিন্ন দল।


এক নজরে ২০১৮ সালের সিপিএলের ক্রিকেটারদের মূল্য তালিকাটি দেখে নিন- (টাকার অংক ডলারে)


ক্যাটাগরি অনুযায়ীঃ


(১) ১.৬০ লাখ- ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, ল্যান্ডন সিমন্স, মার্টিন  গাপটিল, সোহেল তানভির।


(২) ১.৩০ লাখ- এভিন লুইস, শহিদ আফ্রিদি, ক্রিস লিন, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান।



promotional_ad

(৩) ১.১০ লাখ- বেন কাটিং, ইমাদ ওয়াসিম, সুনিল নারাইন, হাশিম আমলা, ডি আরকি শর্ট,  চ্যাডউইক ওয়ালটন।


(৪) ৯০ হাজার- কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মিলার, ড্যারেন স্যামি, ব্র্যান্ডন ম্যাককালাম, ক্যামেরন ডেলপোর্ট, ডোয়াইন স্মিথ।


(৫) ৭০ হাজার- মাহমুদুল্লাহ রিয়াদ, রস টেইলর, রুম্মান রাইস, রায়াদ এম্রিত, ড্যারেন ব্রাভো, জ্যাসন হোল্ডার।


(৬) ৬০ হাজার- তাবরাইজ সামসি, আন্দ্রে ফ্লেচার, রোভমান পাওয়েল, দীনেশ রামদিন, ইমরান তাহির, নিকোলাস পুরান। 


(৭) ৪০ হাজার- টম কুপার, মিচেল ম্যাক্লেনেগান, স্যামুয়েল বদ্রি, কনিল মুনরো, জ্যাসন মোহাম্মদ, ওয়াহাব রিয়াজ।


(৮) ৩০ হাজার- সেলড্রন কটরেইল, কেসরিক উইলিয়ামস, শাদাব খান, কেমার রোচ, লুক রঙ্কি, জুনায়েদ খান। 


(৯) ১৫ হাজার- ব্র্যান্ডন কিং, নিরোশান ডিকওয়েলা, গ্ল্যান ফিলিপস, কারি পিয়েররে, ভিরাসামি পারমল, রেইমন রেইফার।  


(১০) ১০ হাজার- ডেভোন থমাস, রাহকিম কর্ণওয়াল, আন্দ্রে ম্যাকার্থি, রন্সফোর্ড বিটন, রসোন প্রিমাস, এ্যাসলি নার্স।


(১১) ৭ হাজার ৫০০- গ্রায়াম ক্রিমার, ক্রিসমার সান্টোকি, ওয়াইস আহম্মেদ, জুনিয়র ডালা, সিমরন হেটমায়ার, রস্টন চেজ।



(১২) ৭ হাজার ৫০০- জনসন চার্লস , জেভন শিরলেস, দেবেন্দ্র বিশু, শাই হোপ, ফাবিয়ান এলিয়েন, কাভেম হজ।


(১৩) ৫ হাজার- সন্দ্বীপ লামিচানে, চন্দরপল হেমরাজ, স্টিভেন টেইলর, টিরেন্স হাইন্ডস, গাজানান্দ সিং, টিওন ওয়েবষ্টার।  


(১৪) ৫ হাজার – শারমার ব্রুকস, দাশুন সানাকা, ক্যানার লুইস, ইমরান খান, কেভন কুপার, শেরফানে রাদারফোর্ড। 


(১৫) ৪ হাজার -  জেরিমিয়াহ লুইস, ক্রিস্টোফার ল্যামন্ট, স্টিভেন জ্যাকবস, নিকিতা মিলার, রোমারিও শেফার্ড, ডমিনিক ড্রেক্স।


(১৬) ৩ হাজার- আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়, ওশেন থমাস, অ্যান্ডারসন ফিলিপ, ক্রেমো পল, শামার স্প্রিংগার।


(১৭) ৩ হাজার – ইব্রাহিম খলিল, জাসকারান মালহোত্রা, এলমোরে হুচিনসন, হামজা তারিক, সৌরভ নেত্রাভালকার, সানি সোহেল। 


(১৮) ৩ হাজার – গ্ল্যান জাভেলে, ওডিয়ান স্মিথ, ক্রিস্টান কালিচরন, আমির জাঙ্গ, অক্ষয় প্রসাদ, চেমার হোল্ডার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball