মাঠে নামার জোরালো সম্ভাবনা মাহমুদুল্লাহর

ছবি:

দল দুই ম্যাচ খেলে ফেললেও এখনো কোয়েটার হয়ে মাঠে নামতে পারেননি কোয়েটা গ্লাডিয়েটরসের বাংলাদেশী ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তার পরিবর্তে দলে খেলে যাচ্ছেন প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো।
তবে আজ রাতে (বাংলাদেশ সময় রাত ১০ টায়) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা আছে রিয়াদের। কেননা দুই ম্যাচে এখনো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রাইলি রুশো।
অবশ্য দুটি ম্যাচের শেষটিতে ব্যাট করতে নামেননি তিনি। তবে প্রথম ম্যাচে ১৯ বলে ১৮ রান করেছিলেন তিনি, সেই ম্যাচে জেতাতেও ব্যর্থ হয়েছিলেন দলকে।
কিন্তু ইনফর্ম মাহমুদুল্লাহকে খেলতে নামালে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও পাবে দল। আর ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ থাকায় মাহমুদুল্লাহকে বেশিদিন ডাগআউটে পাচ্ছে না দল।

সেক্ষেত্রে আজকের একাদশে থাকতেও পারেন মাহমুদুল্লাহ। এদিকে পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে রিয়াদের কোয়েটার। দুই ম্যাচে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে তারা।
কোয়েটা গ্লাডিয়েটরসের সম্ভাব্য একাদশঃ- আসাদ শফিক, শেন ওয়াটসন, উমার আমিন, কেভিন পিটারসেন, মাহমুদুল্লাহ রিয়াদ/ রাইলি রুশো, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, হাসান খান, আনোয়ার আলী, জফ্রা আর্চার, রাহাত আলী।
ইসলামাবাদ ইউনাইটেড স্কোয়াডঃ- মিসবাহ-উল-হক, মোহাম্মদ সামি, আন্দ্রে রাসেল, রুম্মন রইস, শাদাব খান, লুক রনকি (অধিনায়ক), ফাহিম আশরাফ, স্যাম বিলিংস, স্যামুয়েল বদ্রি, অ্যালেক্স হেলস, স্টিভেন ফিন, সামিট প্যাটেল, ইফতিখার আহমেদ, আমাদ ভাট, আসিফ আলি, জাফর গোহার, শাহিবজাদা ফারহান, রোহেইল নাজির ও হুসাইন তালাত।