খেলাঘরকে নাগালেই রাখলো আশরাফুলরা

ঘরোয়া
খেলাঘরকে নাগালেই রাখলো আশরাফুলরা
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

মিরপুরে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় মোহাম্মদ আশরাফুলের কলাবাগানের বিপক্ষে মাঝারি মানের সংগ্রহ দাঁড় করিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

ম্যাচটিতে টসে জিতে খেলাঘরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কলাবাগান। ব্যাট করতে নেমে দলীয় ৬২ রানের মধ্যে ৩ উইকেট হারালেও অমিত মজুমদার এবং অশক মেনেরিয়ার ব্যাটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে খেলাঘর। 

৪২ রান করে অমিত রান আউট হয়ে ফিরলেও উইকেটে থিতু হয়ে ব্যাট করছিলেন খেলাঘরের ভারতীয় রিক্রুট অশোক মেনেরিয়া। তবে ভাগ্য খারাপ তার। পাঁচ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে ফিরে গেছেন তিনি।

মেনেরিয়ার সাতটি চার এবং চারটি বিশাল ছয়ের ইনিংস শেষ করে ফেরার পর লোয়ার অর্ডারে উল্লেখ করার মতো রান করেনি খেলাঘরের লেজের সারির ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৩৮ রানে অলআউট হয়েছে তারা।

কলাবাগানের বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন রাহাতুল ফেরদৌস। দুটি করে উইকেট পেয়েছেন দলের অধিনায়ক মোক্তার আলী এবং নাহিদ হাসান।

কলাবাগান ক্রীড়া চক্র একাদশ : তাসামুল হক, ওয়ালিউল করিম, মোহাম্মদ আশরাফুল, আকবর উর রেহমান, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, রাহাতুল ফেরদৌস, মুক্তার আলী (অধিনায়ক), আবুল হাসান, নাহিদ হাসান, সঞ্জিত সাহা, মাহবুবুল আলম।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি একাদশ: রবিউল ইসলাম রবি, সাদিকুর রহমান, মাহিদুল ইসলাম ভূইয়া, অমিত মজুমদার, অশোক মেনারিয়া, মোহাম্মদ নাজিমউদ্দিন, আঞ্জুম আহমেদ, তানভির ইসলাম, রাফসান আল মাহমুদ, হাসান মাহমুদ, মাসুম খান।

আরো পড়ুন: this topic