promotional_ad

মুখোমুখি তামিম-আফ্রিদি

promotional_ad

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) নিজেদের তৃতীয় ম্যাচে তামিম ইকবালের পেশোয়ার জালমির প্রতিপক্ষ শহিদ আফ্রিদির করাচী কিংস। আজ দিনের দ্বিতীয় ম্যাচে দুবাইয়ের মাঠে রাত ১০টার দিকে খেলবে তারকা বহুল দুই দল।


এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে তামিমরা। ইসলামাবাদের বিপক্ষে ব্যাটে বলে দাপট দেখিয়ে জিতেছে ড্যারেন স্যামির পেশোয়ার।


আজও জয়ের ধারা বজায় রাখতে চাইবে গতবারের চ্যাম্পিয়নরা। একই পথে সঠিক পথে আছে করাচীও। কোয়েটাকে নিজেদের প্রথম ম্যাচে সহজেই হারিয়েছে আফ্রিদিরা। 


আজকের ম্যাচে দুই দলের সামনেই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। বর্তমানে করাচী দ্বিতীয় ও পেশোয়ার তৃতীয়তে রয়েছে। 


promotional_ad

গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের একাদশে বড় কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে আজও করাচীর বিপক্ষে দেখা যাবে।


আজকের ম্যাচটি আবার করাচীর সুপার স্টার শহিদ আফ্রিদির জন্য ভিন্ন অভিজ্ঞতা হতে যাচ্ছে। পিএসএলে গত দুই মৌসুম এই পেশোয়ারের বিপক্ষেই খেলেছিলেন তিনি। 


আজ নিজের সাবেক দলের বিপক্ষে করাচীর জার্সিতে খেলতে হবে এই জনপ্রিয় ক্রিকেটারকে।


পেশোয়ার একাদশ (সম্ভাব্য)-


তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, হাম্মাদ আজম, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর


করাচী কিংস (সম্ভাব্য)-


জো ডেনলি, খুররম মঞ্জুর, বাবর আজম, কলিন ইনগ্রাম, রবি বোপারা, শহিদ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোঃ আমির, টাইমাল মিলস, মোহাম্মদ ইরফান জুনিয়র।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball