promotional_ad

অবসরের চূড়ান্ত ঘোষণা দিয়েই ফেললেন পিটারসেন

promotional_ad

২০১২ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছিলো দক্ষিণ আফ্রিকা। সেসময় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এন্ড্রু স্ট্রসকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন সাবেক ইংলিশ তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন।


সেই ঘটনার জের ধরেই লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের দল থেকে বাদ পরেন পিটারসেন। পিটারসেনের সাথে স্ট্রসের বিবাদের শুরুটা মূলত তখনই। এর ঠিক দুই বছর পর ২০১৪ সালে যুক্তরাজ্যের একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে স্ট্রস কেভিন পিটারসেনকে নিয়ে কটুক্তি করেন প্রকাশ্যে। 


যদিও পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন তিনি, কিন্তু ধারণা করা যায় পিটারসেনকে নিষিদ্ধ করার পেছনে স্ট্রসেরই হাত ছিলো। এরপর জল গড়িয়েছে অনেক। ইংলিশদের হয়ে খেলার স্বপ্ন আর কখনোই পূরণ হয়নি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত পিটারসেনের।



promotional_ad

তবে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার হয়েও খেলার স্বপ্ন দেখেছিলেন ২০১৩-১৪ অ্যাশেজ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু তাঁর সেই আশাও গুঁড়ে বালি হয়েছে।  শেষ পর্যন্ত হতাশ হয়ে ক্রিকেট থেকেই বিদায় নিয়ে ফেললেন পিটারসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ছেলের সাথে একটি ছবি পোস্ট করে পিটারসেন লিখেছেন,


'একজন ক্রিকেটার হিসেবে অসংখ্য বিদায় জানাচ্ছি জেসিকা লিবার্টি (স্ত্রী) ও আমার সন্তানদের। এবং এটাই আমার নেয়া শেষ বিদায় হবে। আমি আমার সময় কাটিয়ে এসেছি এবং তা ভালবেসেছি। তবে অনুভব করছি অন্তহীন বিদায় ও সফরের এখন একটা শেষ হওয়া উচিত। আমার জীবনে ক্রিকেটই ছিল সবচেয়ে চমৎকার বিষয়।'


আগামি ২২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। এবারের আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন পিটারসেন। পিএসএলে অংশ নিতে যাত্রা করার আগেই ইনস্টাগ্রামে পোস্টটি দিয়েছেন তিনি।



পিএসএলকে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন এই বর্ষীয়ান ক্রিকেটার। এর আগে কেপি নিজেই জানিয়েছিলেন চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে অবশেষে পিছু হটলেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball