ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরের ২০ তম ম্যাচে আজ মাঠে নেমেছে অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়ন এবং ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ সময় সকাল ৯টায় বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে দুই দল।
এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। এরপর ব্যাটিংয়ে নেমে দোলেশ্বরের বোলারদের দারুণ বোলিংয়ে ১৯ বল আগেই মাত্র ২১৪ রানে অলআউট হয়ে গেছে অলোক কাপালির দল।
আর ব্রাদার্সকে অল্প রানে গুটিয়ে দেয়ার পেছনে সবথেকে বড় ভূমিকা রেখেছেন দোলেশ্বরের বিদেশি রিক্রুট রায়ান টেন ডেসকাট এবং স্পিন অলরাউন্ডার ফজলে মাহমুদ। কেননা এই দুই বোলার মিলেই ব্রাদার্সের ৬টি উইকেট তুলে নিয়েছেন।
ডেসকাট ৮.৫ ওভার বোলিং করে মাত্র ৩৮ রানে ৩টি এবং মাহমুদ ৯ ওভারে ৪৯ রানে ৩ উইকেট শিকার করেছেন। এছাড়াও ফরহাদ রেজা ২ টি, আরাফাত সানি এবং শরিফুল্লাহ প্রত্যেকে একটি করে উইকেট নেন।
ব্রাদার্সের পক্ষে ওপেনার মিজানুর রহমান সর্বোচ্চ ৭১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান এসেছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলির ব্যাট থেকে। আর মাইশুকুর রহমান ২৮ এবং ইফতেখার শহীদ করেন ২৩ রান। বাদবাকি ব্যাটসম্যানেরা কেউই খুব একটা আশানুরূপ পারফর্ম করতে পারেননি।
ব্রাদার্স ইউনিয়ন-
মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, সোহরাওয়ার্দি শুভ, মাইশুকুর রহমান, অলোক কাপালি (অধিনায়ক), ইয়াসির আলি, ইফতেখার সাজ্জাদ, নিহাদুজ্জামান, মেহেদি হাসান রানা, খালেদ আহমেদ।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-
ফরহাদ রেজা (অধিনায়ক), লিটন কুমার দাস, আরাফাত সানি, ইমতিয়াজ হোসেন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আরাফাত, ফজলে মাহমুদ, শরিফুল্লাহ, মার্শাল আইয়ুব, মানিক খান, রায়ান টেন ডেসকাট।