promotional_ad

এবার বড়দের ক্রিকেটে শতভাগ দেয়ার পালা

promotional_ad

নিউজিল্যান্ড থেকে এসেছেন দুই দিন হল আফিফ হোসেন। বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে চারটিতেই ফিফটি হাঁকিয়ে এসেছেন তিনি। জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেরা একাদশেও।


ব্যক্তিগত পর্যায়ে ভালো পারফর্ম করলেও দল হিসেবে বিশ্বকাপে ষষ্ট হতে হয়েছে বাংলাদেশকে।  শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে পঞ্চম হতে পারতো বাংলাদেশ।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের আক্ষেপ থেকেই যাচ্ছে আফিফের। ‘শেষ ম্যাচটায় আমরা সবাই মিলে ভালো খেলতে পারিনি। সেটি সম্ভব হলে আমরা পঞ্চম ঠিকই হতে পারতাম।,’ প্রথম আলোকে বলেছেন তিনি।



promotional_ad

বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই ঢাকা প্রিমিয়ার লীগে নিজ নিজ দলের হয়ে মাঠে নামতে হয়েছে যুব বিশ্বকাপ খেলা তরুন ক্রিকেটারদের। শাইনপুকুরের হয়ে মাঠে নেমেই রানের দেখা পেয়েছেন আফিফ।


ঝড়ো ফিফটি হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন তিনি, ঠিক যেমনটা করে এসেছেন নিউজিল্যান্ডে। বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের অবিস্কার আফিফের জন্য এবার সিনিয়র ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পালা। 


কিন্তু চলমান ঢাকা প্রিমিয়ার লীগে নির্দিষ্ট কোন লক্ষ্য নিয়ে খেলতে চান না আফিফ। শুধু ভালো খেলে যেতে চান তিনি, ক্রিকেটটা উপভোগ করতে চান আফিফ হোসেন।



‘আমি লক্ষ্য স্থির করে খেলি না। যখন যেখানে খেলি, সেখানেই নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। লীগ নিয়েও তাই আগে থেকে কিছু ঠিক করে রাখিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball