বল হাতে জ্বলে উঠলেন সৌম্য

ডিপিএল ২০১৮
বল হাতে জ্বলে উঠলেন সৌম্য
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সের শুরুটা ভালো হল না। বিকেএসপিতে সৌম্য সরকার, শাহরিয়ার নাফিসদের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করছে ধুঁকছে চ্যাম্পিয়নরা।

এখন পর্যন্ত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তুলেছে দলটি। শাহবাজ চৌহানদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি গাজী গ্রুপের টপ অর্ডার।

শাহবাজ ও জাতীয় দলের তারকা সৌম্য সরকার দুই প্রান্ত থেকে গাজী গ্রুপের উপরের সারির ব্যাটসম্যানদের সাজঘরে ফেরান।  শাহবাজ চৌহান তিনটি ও সৌম্য দুইটি উইকেট শিকার করেছেন।

মিডেল ওভার এসে দুই উইকেট নিয়ে গাজীর ব্যাটিং অর্ডারে ধ্বস নামান অভিজ্ঞ আব্দুর রাজ্জাক। উইকেটের দেখা পেয়েছেন পেসার আল আমিন হোসাইনও। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার মেহেদী হাসান।


গাজী গ্রুপ ক্রিকেটার্স-

মোঃ জহুরুল ইসলাম ওমী, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনি, আসিফ আহমেদ রতুল, জাকার আলী অনিক, নাঈম হাসান, মো। রাজীবুল ইসলাম, শফিউল হায়াত হরতাল, আবু নাসের, রজত ভাটিয়া, মেহেদী হাসান।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব-

খান আব্দুর রাজ্জাক রাজ, শাহরিয়ার নাফীস আহমেদ, সৌম্য সরকার, মোঃ আল আমিন হোসেন, মোঃ শফিউল ইসলাম, ধীমান ঘোষ, মোঃ সালমান হোসেন ইমন, মোঃ শাহবাজ চৌহান, আজমির আহমেদ, মোঃ জাহিদ জাভেদ, রিফাত উল্লাহ।

আরো পড়ুন: this topic