promotional_ad

চট্টগ্রামে ক্রিকেটার তৈরির কারখানা গড়েছেন সাবেক ক্রিকেটার

promotional_ad

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশেই অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সুবিশাল মাঠ। সেখানেই একদল কিশোরের অনুশীলনে তালিম দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল।


তার আরেকটি পরিচয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বড়ভাই তিনি। মূলত চট্টগ্রামের ক্রিকেটকে নিয়েই ভাবতে ভালবাসেন তিনি। দেশের ক্রিকেটে চট্টগ্রামের অবদানের  স্বাক্ষর রাখতেই নিরলস পরিশ্রম করছেন তিনি। 


একটা সময় চট্টগ্রাম থেকে বয়সভিত্তিক ক্রিকেটে বেশ কয়েকজন খেলোয়াড় উঠে এসেছিলো। এছাড়া তিনি বা তার ছোটো ভাই মিনহাজুল আবেদিন নান্নুও চট্টগ্রামের সন্তান। পরবর্তী সময়ে আকরাম খানের মতো ক্রিকেটারও উঠে এসেছিলো চট্টগ্রাম থেকে। এরপরে এসেছেন আফতাব আহমেদ।



promotional_ad

এছাড়া নাফিস ইকবাল বা বর্তমানে দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খানও চট্টগ্রাম থেকেই উঠে এসেছেন। কিন্তু ইদানিং চট্টগ্রাম থেকে জাতীয় দলে তেমন ক্রিকেটার উঠে আসছে না। এজন্যই চেষ্টা করে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। 


সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, "আপনি যতোই প্রোগ্রাম, প্রোসেস রাখেন ক্রিকেটাররা যদি নিজে থেকে আগ্রহী হয়ে না আসে তাহলে কিন্তু হয় না। প্রতি বছর আমাদের গেম ডেভেলপমেন্টের এই ধরণের প্রচুর প্রোগ্রাম হয়। 


"বয়সভিত্তিক ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের ফলাফল কিন্তু ভালো। আমাদের প্রসেসটা ঠিক আছে। আশা করি আগামীতে এরা আরও ভালো করবে এবং বাংলাদেশ ক্রিকেটে চট্টগ্রামে কিছু অবদান রাখবে।"



ছবি কৃতজ্ঞতাঃ- সময় টিভি




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball