ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নাঈমের

ঘরোয়া
 ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নাঈমের
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

প্রিমিয়ার লীগে গত আসরে ভালো পারফর্ম করতে পারেনি লিজেন্ডস অব রুপগঞ্জ। মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমকে নিয়ে দল গড়ার পরেও দুর্ভাগ্য ভর করে তাদের ওপর।

কেননা রাউন্ড রবিন লিগ পর্বের শেষদিকে প্রিমিয়ার লীগে খেলা জাতীয় দলের ক্রিকেটারদের ত্রিদেশীয় সিরিজে খেলতে আয়ারল্যান্ডে যেতে হয়েছিল। আর তাতেই খেই হারায় দলটি।

শেষমেশ সুপার লিগের লড়াই থেকেও ছিটকে যেতে হয় তাদের। তবে ৫ই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রিমিয়ার লীগে ঘুরে দাঁড়াতে চায় দলটি। বৃহস্পতিবার বাংলানিউজকে এমনটাই জানিয়েছেন। 

কিন্তু এবারের আসরে ইউটার্ন নিতে চাইছে রুপগঞ্জ। সুপার লিগতো বটেই চ্যাম্পিয়নের দিকেও নিশানা তাক করেছে দলটি। দলের সিনিয়র ব্যাটসম্যান নাঈম ইসলাম।

"আমাদের প্রথম লক্ষ্য থাকবে সুপার লিগ কোয়ালিফাই করা। তারপরে ম্যাচ বাই যাব। কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। এবার আমাদের দল অনেক ভালো হয়েছে। আশা করছি ভালো ফাইট দিতে পারবো।"

লিজেন্ডস অব রুপগঞ্জঃ মুশফিকুর রহিম, আব্দুল মজিদ, তুষার ইমরান, অভিষেক মিত্র, মোহাম্মদ শহীদ, নাঈম শেখ, নাজমুল হোসেন মিলন, মেহেদী হাসান, সালাউদ্দিন পাপ্পু, রুবেল মিয়া, মোশাররাফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরিফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম।


আরো পড়ুন: this topic