promotional_ad

দুই ইনিংসেই জুনায়েদের সেঞ্চুরি

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) হাইভোল্টেজ ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরির স্বাদ পেয়েছেন উত্তরাঞ্চলের তারকা ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক। আর টি২০ গতিতে সেঞ্চুরি তুলে নিয়েছেন বিপিএলের সবশেষ আসরে দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কাড়া আরিফুল হকও।


ফলে, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার রানে ভরা ম্যাচটি ড্রয়ের মুখ দেখেছে। দুই ইনিংসেই সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন বাঁহাতি ওপেনার জুনায়েদ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৮ উইকেটে ৪২৯ রান নিয়ে বুধবার চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল।


যদিও তাদের ইনিংস টিকেছে মাত্র ৭ বল। দিনের দ্বিতীয় বলে আগের দিন সেঞ্চুরি তুলে নেয়া তারকা ব্যাটসম্যান তুষার ইমরানকে সাজঘরে ফেরান পেসার শফিউল ইসলাম। খানিক পর কামরুল ইসলাম রাব্বিকে বিদায় করেন তাইজুল ইসলাম।


চতুর্থ দিন মাত্র ৪ রান যোগ করে ৪৩৩ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চলের ইনিংস।  উত্তরাঞ্চলের হয়ে শফিউল ও তাইজুল নেন চারটি করে উইকেট। ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা উত্তরাঞ্চল ৫ উইকেটে করে ৩৫৬ রান। এরপর দু দলের অধিনায়কই ড্র মেনে নেন।


অবশ্য, মাত্র ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি উত্তরাঞ্চলের। ওপেনিংয়ে ব্যাট করতে নামা উত্তরাঞ্চল অধিনায়ক জহুরুল ইসলামকে দ্রুত ফিরিয়ে দেন পেসার কামরুল ইসলাম রাব্বি। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও রানের খাতা খোলার আগে আউট হয়েছেন।


সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার দ্রুত সাজঘরে ফিরিয়েছেন ফরহাদ হোসেনকে। চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন জুনায়েদ-নাঈম ইসলাম। নাঈম দারুণ এক অর্ধশতক তুলে নিয়ে রাজ্জাককে বেরিয়ে এসে খেলতে গিয়ে হন স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন।



promotional_ad

পঞ্চম উইকেটে আরিফুলের সঙ্গে ১৬০ রানের জুটি গড়ে আউট হন জুনায়েদ সিদ্দিকি। সাজঘরে ফেরার আগে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ১৭০ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১৫০ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৩৭ রান।


ঝড়ো ব্যাটিংয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন অলরাউন্ডার আরিফুল হক। ৮৩ বলে ৬টি করে ছক্কা-চারে তার ব্যাট থেকে আসে ১০৩ রান। দক্ষিণাঞ্চলের হয়ে ১ টি করে উইকেট দখল করেন, আব্দুর রাজ্জাক, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, আল-আমিন জুনিয়র ও কামরুল ইসলাম রাব্বি।




সংক্ষিপ্ত স্কোর:




উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৪০৮





দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১১৫.১ ওভারে ৪৩৩ (শাহরিয়ার ১৪, সৌম্য ২৯, ইমরুল ১১৮, তুষার ১৪৮, মোসাদ্দেক ৮, আল আমিন জুনিয়র ৪৬, নুরুল ৩৫, রাজ্জাক ১৯, দেলোয়ার ৪, রাব্বি ০, আল আমিন ৪*; শফিউল ৩/৫৮, শুভাশিস ১/১০৩, তাইজুল ৪/১৩৬, নাঈম ০/৪৪, আরিফুল ১/৮১, শান্ত ০/৩)




উত্তরাঞ্চল: ২য় ইনিংস: ৭১.৩ ওভারে ৩৫৬/৫ (জহুরুল ১৮, জুনায়েদ ১৫০, শান্ত ০, ফরহাদ ২, নাঈম ৬১, আরিফুল ১০৩*, ধীমান ১২*; রাব্বি ১/৩১, আল আমিন ১/১৬, রাজ্জাক ১/১৭৫, সৌম্য ১/২৬, মোসাদ্দেক ১/৫৪, আল আমিন জুনিয়র ০/৩০, তুষার ০/১৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball