মিজানুরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে উত্তরাঞ্চল

ঘরোয়া
মিজানুরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে উত্তরাঞ্চল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) খেলায় মিজানুর রহমানের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে বড় সংগ্রহের পথে আছে উত্তরাঞ্চল। ১২ টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে অবশ্য টসে জিতেছিল দক্ষিণাঞ্চল।

ওপেনার নাজমুল হাসান শান্তকে শুন্য রানে ড্রেসিং রুমেও পাঠিয়ে দিয়েছিলো দক্ষিনাঞ্চলের আব্দুর রাজ্জাক। এরপরে তিনে নামা ফরহাদ হোসেনকেও শুন্য রানে বিদায় করেন তিনি।

তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মিজানুর রহমান। ১৭ টি চারের সাহায্যে ১৫৫ বলে ১০৬ রান করার পরে তাকেও আউট করেন আব্দুর রাজ্জাক। দিনের বাকি সময়ে আর উইকেট হারায়নি উত্তরাঞ্চল।

পাঁচটি চারে ২৫ রান করে উইকেটে আছেন নাইম ইসলাম। ১৪৯ বলে নয়টি চার এবং দুটি ছক্কায় ৮২ রান করে আরেক প্রান্তে আছেন একসময়কার জাতীয় দলের নিয়মিত ওপেনার জুনায়েদ সিদ্দিকী।

দিনশেষে তিন উইকেটের বিনিময়ে ২১৪ রান করেছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে তিনটি উইকেটই নিয়েছেন আব্দুর রাজ্জাক। এছাড়া উইকেটের মুখ দেখেননি আর কোনো বোলার। 

আরো পড়ুন: this topic