promotional_ad

হেসে খেলে জিতল পার্থ স্কোর্চাস

promotional_ad

অ্যাডিলেড স্ট্রাইকার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পার্থ স্কোর্চাস। বোলারদের নৈপুণ্যের অ্যাডিলেড ব্যাটসম্যানদের মাত্র ১১২ রানে অল আউট করার পর ছয় উইকেট খরচা করেই জয়ের বন্দরে পৌঁছে যায় মিচেল জনসনরা।


আগে ব্যাট করার অ্যাডিলেডের হয়ে ওপেনার অ্যালেক্স ক্যারি সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া বাকী ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেয়নি পার্থ  স্কোর্চাস। দলের পেসাররা সবাই ভালো বল করলেও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন স্পিনার অ্যাস্টন অ্যাগার। 


তিন উইকেট শিকার করেছেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে সন্তোষজনক শুরু করতে পারে পার্থের ব্যাটসম্যানরা। দ্রুত তিন উইকেট হারালেও মিডেল অর্ডারে হিল্টন কার্টরাইটের অপরাজিত ইনিংস পার্থের জয় নিশ্চিত করে।  



promotional_ad

৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। ব্যাট হাতে রান করেছেন অ্যাস্টন অ্যাগারও। কার্টরাইটের সাথে জুটিতে ২৬ রান যোগ করেন তিনি। ব্যাট বলে পারফর্মেন্স দিয়ে পার্থকে পয়েন্ট টেবিলের শীর্ষে সাহায্য করেন অ্যাগার। 


অ্যাডিলেডঃ অ্যালেক্স ক্যারি, জ্যাক ওয়ার্ডাল্ড, কলিন ইনগ্রাম (অধিনায়ক), জনাথন ওয়েলস, জ্যাক লেহম্যান, জনাথন ডিন, মাইকেল নাসের, রশীদ খান, পিটার সিডল, বিলি স্ট্যানলেক, বেন লুংলিন।


পার্থঃ উইলিয়াম বসিস্ত, মাইকেল ক্লিঙ্গার, ক্যামেরন ব্যাঙ্ক্রফ্ট , হিল্টন কার্টরাইট, অ্যাস্টন টার্নার (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, টিম ডেভিড, টিম ব্রেসনান, ম্যাথু কেলি, জোয়েল প্যারিস, মিচেল জনসন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball